০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যকে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পুলিশ সদস্য আব্দুল কুদ্দুছ নয়ন (৩৫)।গত বুধবার (৭অক্টোবর) রাতেই ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। সে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবল (ড্রাইভার) হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়ন। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় আসে।এ সময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেয়।ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নয়ন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, প্রেমঘটিত সম্পর্ক ছিল।ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন।আমরা আসামীকে আটক করেছি।আজই কোর্টে পাঠানো হবে। মামলা নং- ১১।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যকে গ্রেফতার

প্রকাশিত : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পুলিশ সদস্য আব্দুল কুদ্দুছ নয়ন (৩৫)।গত বুধবার (৭অক্টোবর) রাতেই ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। সে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কনস্টেবল (ড্রাইভার) হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়ন। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় আসে।এ সময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেয়।ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নয়ন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, প্রেমঘটিত সম্পর্ক ছিল।ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন।আমরা আসামীকে আটক করেছি।আজই কোর্টে পাঠানো হবে। মামলা নং- ১১।

বিজনেস বাংলাদেশ/বিএইচ