লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের ৯ মাইল নামক স্থানে লামা থেকে চকরিয়া গামী একটি পিকআপের চাকার নিচে পিস্ট হয়ে আব্দুল নবী (৪) নামে এক শিশুর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। শিশুটির পরিবার লাশটি উদ্ধার করে। পরে লাশটি লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে আনা হয়।
এদিকে দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র ইয়াংছা চেকপোস্ট ঘাতক পিকআপটিকে আটক করেছে। পিকআপের লাইসেন্স নাম্বার চট্টমেট্রো ড ১১-০৪৫৩।
শিশু আব্দুল নবী ফাঁসিয়াখালী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বদুঝিরি এলাকার আব্দুল আলিম ও ফাতেমা বেগমের ছেলে।
ইয়াংছা চেকপোস্ট পুলিশের এএসআই মোঃ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর লাশটি উদ্ধার করে চেকপোস্ট রাখা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















