ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গালাহার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার গাবরকুড়া এলাকার বাসিন্দা সাব্বির (১৫) ও বিশ বছর বয়সের এক যুবক। তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
দূর্ঘটনায় আহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়নাল আবেদীনের ছেলে মাহিন (৮), নরসিংদীর মনোহরদি উপজেলার মো. নাছির মিয়া (৫০) ও নূর ইসলাম (৪৫)। তাদের গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নান্দাইলগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিকে টেনে কিছু দূর নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরো চারজনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















