নেত্রকোনার বারহাট্টায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ইভ-টিজিংয়ের প্রতিবাদ করায় মা’কে ছুরিকাঘাতে আহত করেছে দূর্বৃত্তরা। আহত মহিলার নাম রওশনা আক্তার। তিনি বারহাট্টা উপজেলার সামানিয়াকান্দা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। এই ঘটনায় আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সাহতা গ্রামের আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীর তার বন্ধুদের নিয়ে রওশন আক্তারের মেয়ে সাহতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে (১৩) বেশ কিছুদিন যাবত উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে মেয়েটির মা প্রতিবাদ করলে শুক্রবার (৯ অক্টোবর) সামানিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয়ের কাছে জাহাঙ্গীর মেয়েটির মাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার বলেন, এ ব্যাপারে রওশনা আক্তার বাদী হয়ে তিনজনকে আসামী করে আজ শনিবার সকালে মামলা দায়ের করেছেন। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















