ঠাকুরগাঁওয়ে নুর ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী মাদ্রাসা পাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মুদি ব্যবসায়ী নুর ইসলাম (৩৫) ১৫ নং দেবীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানী মাদ্রাসা পাড়া গ্রামের আলহাজ্ব আব্দুল হাসিম এর ছেলে।
ঘটনা সূত্রে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, নুর ইসলাম (৩৫) বৈরাগী বাজারে দীর্ঘদিন থেকে মুদি দোকান এর ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় বাজার থেকে বাড়ীর যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিন্তু সারারাত বাড়ীতে না যাওয়ায় তার আত্নীয় স্বজন অনেক খোঁজাখোঁজি করে। এক পর্যায়ে রোববার দুপুর ১২ টায় নিজ বাড়ীর পাশে পারিবারিক গোরস্থানে মায়ের কবরের উপর থেকে নুর ইসলাম এর লাশ দেখতে পায়। পরে ঘটনা স্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত নুর ইসলাম এর মামা ওমর আলী বলেন, আমার ভাগিনার কোন খারাপ রিপোর্ট নেই। সে খুব ভালো ছেলে। সে বৈরাগী বাজার ও রঙ্গিয়ানী বাজারে দীর্ঘ দিন থেকে মুদি দোকান এর ব্যবসা করে আসতেছিল। গতকাল রাত ১০ টার সময় বাজারে আমার সাথে দেখা হয়। কিন্তু তারপর থেকে আর কোন খোঁজ খবর নেই। আজ দুপুর ১২ টায় বাড়ীর পাশে লাশ দেখতে পাই।
১৫ নং দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, মুদি ব্যবসায়ী নুর ইসলাম খুব ভালো ছেলে ছিল। পারিবারিক বা অন্য কোন কারণে তাকে হত্যা করতে পারে। পুলিশ ঘটনার সত্যতা বের করার জন্য কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, মুদি ব্যবসায়ী নুর ইসলাম গতকাল রাত থেকে নিখোঁজ হলে। রোববার সকালে জিডি করার জন্য তার আত্নীয় স্বজন থানায় আসে। সেই মুহুর্তে খবর আসে তার লাশ পাওয়া গেছে। ঘটনা স্থলে সি আই ডি, পিবিআই ও সদর থানার পুশিল গিয়ে তার বাড়ীর পাশ থেকে লাশ উদ্ধার করে। তদন্ত সাপেক্ষ পরবর্তীতে আমরা আইনগত পদক্ষেপ নিবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















