টঙ্গীর মিলগেইট এলাকায় শনিবার রাতে চাঁদা না দেওয়ায় দুবৃত্তরা এক ঝুট ব্যবসায়ী মো. হাসানকে (৩০) গুলি করে পালিয়ে যায়। গুলিবৃদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ুন কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত হুমায়ুন কবির ল²ীপুর জেলার বশিকপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ী রাত পৌনে ৯টার দিকে মিলগেইট তার ব্যবসা প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’ থেকে বের হওয়ার পর আগ থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা হাসানকে লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে হাসান পেটে ও বাম উরুতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে গুলিবৃদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক মসজিদ উন্নয়ন কাজের কথা বলে হাসানের মোবাইল ফোনে কয়েক লাখ টাকা চাঁদা দাবী করে। হাসান চাঁদা দিতে রাজি না হলে ঘটনার রাতে তিন চাঁদাবাজ তার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এক পর্যায়ে তারা পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















