০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ডামুড্যায় গৃহবধূর শ্লীলতাহানি অভিযোগ থানায় মামলা, আসামি পলাতক

শরীয়তপুর জেলার ডামুড্যায় এক গৃহবধূর (১৯) কে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এতে গৃহবধূ বাদী হয়ে ২ জনকে আসামী করে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি সোমবার (১৯আক্টোবর) সন্ধ্যায় ঘটে উপজেলার ধানকাঠি ইউনিয়নের কিতাম্বরের পুকুর পাড়ে নামক স্থানে এ ঘটনা । এতে জাফর খান (৩০) ধানকাঠি ইউনিয়নের চরধানকাঠি গ্রামের মৃত রুস্তম খান ছেলে আরেকজন কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি গ্রামের খলিল হাওলাদের ছেলে সাগর হাওলাদার (২৫) কে আসামি করে মামলা করা হয়। মামলার নাম্বার ১২।

স্থানীয়, পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূ নারী তার স্বামীর জন্য সোমবার (১৯অক্টোবর) দুপুরে খাবার নিয়ে যায় তার শ্বশুর বাড়ি। সন্ধ্যায় বাড়ি আসার পথে রাস্তা আগলে দাড়ায় জাফর ও সাগর। বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এসময় দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করে মেয়েটি। কিন্তু পিছন পিছন দুই জন ই দৌড় দেয়। পরে কিতাম্বরের পুকুর পাড়ের কাছে আসলে দুই জনে গৃহবধূর কাধে হাত দেয়। দুই পাশ থেকে টেনে বোরখা ছিঁড়ে ফেলে। ধাক্কা দিয়ে কলা বাগানে নেওয়ার চেষ্টা করে। মেয়েটি একবার পড়লেও পরের বার চিৎকার দিতে দিতে দৌড়াতে থাকলে স্থানীয় জসীম খান নামে এক যুবক এগিয়ে আসলে মেয়েটি সব বলে। পরে সে সহ অরোও কয়েকজন মিলে সাগর কে ধরে এনে মেয়েটির কাছে মাপ চাওয়ায়। মেয়েটি বাড়িতে যেয়ে বাবা ও বোনকে সব কিছু বলার পর তারা সাগরের বাবার কাছে বিচারের জন্য যায়। বিচার না করে উল্টো সাগরের বাবা মেয়ের পরিবার কে হুমকি ধামকী দেয়।

প্রত্যক্ষদর্শী সোহাগ মোল্লা (৩৮) বলেন, গতকাল বিকেলে আমি আর আমার ছেলে মাঠে যাই গরুর জন্য ঘাস কাটার জন্য। কিন্তু সাগর ও জাফর মেয়ে টির পিছনে যায় ও মেয়েটির কাধে দুই জনে দুই পাশে হাত দেয়। আর বোরখা ধরে টানা টানি করে। টানাটানিতে বোরখার দুই হাতা ছিঁড়ে ফেলে। পরে মেয়েটির বোরখার মোখস টেনে অর্ধেক মেয়ে হাতে অন্যটি ওরা হাতে ধরে রাখে। আমি বেশ কয়েকবার চিল্লাচিল্লি করি। কিন্তু ওরা শোনে নাই। মেয়েটি কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেয়েটি দ্রুত ওঠে দৌড়ে চলে যায়। পরে ওই এলাকার কয়েকজন ধরে ওদের কে মাপ চাওয়ায়া দেয়।

গৃহবধূ বলেন, আমি আমার স্বামী কে দুপুরের খাবার দেওয়ার জন্য যাই। আসার পথে জাফর ও সাগর আমার পিছন পেছন আসে ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। আমি ভয়ে দৌড় দিলে ওরা পিছন পিছন দৌড় দেয়। কিতাম্বরের পুকুর পাড় আসলে আমাকে ওরা ঝাপ্টে ধরে ও টানা টানি করে বোরখার হাতা ছিঁড়ে ফেলে। আমার বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এবং টানা টানি করে কলা বাগানে নেওয়ার চেষ্টা করে। আমার চিৎকার শুনে জসিম মামা দৌড়ে আসে ওদের কে সবাইর কাছে নিয়ে এসে আমার কাছে মাপ চাওয়ায়।

ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান পিপিএম বলেন, ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে মামলা করে। আমরা শোনার পর বেশ কয়েকবার অভিযান চালাই। আমরা আসামি ধরার চেষ্টা করতেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পিরোজপুরে ছাত্রলীগ কর্মীকে পিটিতে হত্যা মামলায় ২ আসামী গ্রেপ্তার

ডামুড্যায় গৃহবধূর শ্লীলতাহানি অভিযোগ থানায় মামলা, আসামি পলাতক

প্রকাশিত : ০৬:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

শরীয়তপুর জেলার ডামুড্যায় এক গৃহবধূর (১৯) কে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এতে গৃহবধূ বাদী হয়ে ২ জনকে আসামী করে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটি সোমবার (১৯আক্টোবর) সন্ধ্যায় ঘটে উপজেলার ধানকাঠি ইউনিয়নের কিতাম্বরের পুকুর পাড়ে নামক স্থানে এ ঘটনা । এতে জাফর খান (৩০) ধানকাঠি ইউনিয়নের চরধানকাঠি গ্রামের মৃত রুস্তম খান ছেলে আরেকজন কনেশ্বর ইউনিয়নের প্রিয়কাঠি গ্রামের খলিল হাওলাদের ছেলে সাগর হাওলাদার (২৫) কে আসামি করে মামলা করা হয়। মামলার নাম্বার ১২।

স্থানীয়, পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূ নারী তার স্বামীর জন্য সোমবার (১৯অক্টোবর) দুপুরে খাবার নিয়ে যায় তার শ্বশুর বাড়ি। সন্ধ্যায় বাড়ি আসার পথে রাস্তা আগলে দাড়ায় জাফর ও সাগর। বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এসময় দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করে মেয়েটি। কিন্তু পিছন পিছন দুই জন ই দৌড় দেয়। পরে কিতাম্বরের পুকুর পাড়ের কাছে আসলে দুই জনে গৃহবধূর কাধে হাত দেয়। দুই পাশ থেকে টেনে বোরখা ছিঁড়ে ফেলে। ধাক্কা দিয়ে কলা বাগানে নেওয়ার চেষ্টা করে। মেয়েটি একবার পড়লেও পরের বার চিৎকার দিতে দিতে দৌড়াতে থাকলে স্থানীয় জসীম খান নামে এক যুবক এগিয়ে আসলে মেয়েটি সব বলে। পরে সে সহ অরোও কয়েকজন মিলে সাগর কে ধরে এনে মেয়েটির কাছে মাপ চাওয়ায়। মেয়েটি বাড়িতে যেয়ে বাবা ও বোনকে সব কিছু বলার পর তারা সাগরের বাবার কাছে বিচারের জন্য যায়। বিচার না করে উল্টো সাগরের বাবা মেয়ের পরিবার কে হুমকি ধামকী দেয়।

প্রত্যক্ষদর্শী সোহাগ মোল্লা (৩৮) বলেন, গতকাল বিকেলে আমি আর আমার ছেলে মাঠে যাই গরুর জন্য ঘাস কাটার জন্য। কিন্তু সাগর ও জাফর মেয়ে টির পিছনে যায় ও মেয়েটির কাধে দুই জনে দুই পাশে হাত দেয়। আর বোরখা ধরে টানা টানি করে। টানাটানিতে বোরখার দুই হাতা ছিঁড়ে ফেলে। পরে মেয়েটির বোরখার মোখস টেনে অর্ধেক মেয়ে হাতে অন্যটি ওরা হাতে ধরে রাখে। আমি বেশ কয়েকবার চিল্লাচিল্লি করি। কিন্তু ওরা শোনে নাই। মেয়েটি কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মেয়েটি দ্রুত ওঠে দৌড়ে চলে যায়। পরে ওই এলাকার কয়েকজন ধরে ওদের কে মাপ চাওয়ায়া দেয়।

গৃহবধূ বলেন, আমি আমার স্বামী কে দুপুরের খাবার দেওয়ার জন্য যাই। আসার পথে জাফর ও সাগর আমার পিছন পেছন আসে ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। আমি ভয়ে দৌড় দিলে ওরা পিছন পিছন দৌড় দেয়। কিতাম্বরের পুকুর পাড় আসলে আমাকে ওরা ঝাপ্টে ধরে ও টানা টানি করে বোরখার হাতা ছিঁড়ে ফেলে। আমার বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এবং টানা টানি করে কলা বাগানে নেওয়ার চেষ্টা করে। আমার চিৎকার শুনে জসিম মামা দৌড়ে আসে ওদের কে সবাইর কাছে নিয়ে এসে আমার কাছে মাপ চাওয়ায়।

ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ মেহেদী হাসান পিপিএম বলেন, ঘটনার পর গৃহবধূ বাদী হয়ে মামলা করে। আমরা শোনার পর বেশ কয়েকবার অভিযান চালাই। আমরা আসামি ধরার চেষ্টা করতেছি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ