জিম্বাবুয়ের সঙ্গে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হওয়াতেই জয়টা সহজ হয়েছে বলে মনে করেন ম্যাচ সেরা ও টাইগারদের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। এসময় স্পিনারদের পাশাপাশি পেসারদের দুর্দান্ত বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন নাম্বার ওয়ান অলরাউন্ডার।
ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো ওয়ান ডাউন পজিশনে ব্যাটিংয়ের চ্যালেঞ্জটা ভালো ভাবেই নিয়েছেন সাকিব। তার আশা সামনে আরো ভালো কিছু উপহার দেয়ার।
সাকিব বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে আমাদের সবসময় সাকসেসফুল হওয়ার একটা বড় অস্ত্র হচ্ছে লেগ স্পিনার। এ জন্যই লেগ স্পিনার দিয়ে শুরু করা। আর সকালের দিকে একটু উইকেটে হেল্পও ছিলো। অনেক ক্রেডিট আমাদের বোলারদের দিতে হবে। মোস্তাফিজ , মাশরাফী ভাই, রুবেল সবাই অনেক ভালো বল করেছে।’
তিনি আরো বলেন, ‘খেলার ভেতর নতুন নতুন চ্যালেঞ্জ না হলে খেলা উপভোগ করা যায় না। সেদিক থেকে আসা করি সামনে নতুন চ্যালেঞ্জে কাজ করতে পারবো।’


























