১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ক্যাপ্রিওর চুমু খেয়ে ঘুমোতে যেতেন দীপিকা

বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলা হয় তাঁকে। পারিশ্রমিকের নিরিখে টক্কর দেন বলিউডের বড় অভিনেতাদের। মাদক মামলায় এনসিবি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে বলে অনেকে দাবি করেন। যদিও এখনও পর্যন্ত দীপিকার ভক্তকূল তাঁকে সমানভাবেই ভালোবাসা দিচ্ছেন। বলিউডের এ হেন প্রথম সারির অভিনেত্রী কার প্রেমে মগ্ন ছিলেন জানেন!

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপ্পির ছিল অমোঘ টান। এমনকী,তাঁর ঘরের দেওয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল এবং তিনি অভিনেতার ছবিতে চুম্বন করে তবেই ঘুমোতে যেতেন বলে এক সাক্ষাতকারে জানান দীপিকা পাড়ুকোন।

দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের টান রয়েছে হৃত্বিক রোশনের উপর। কহো না প্যার হ্যায় মুক্তি পাওয়ার পর থেকেই শ্রদ্ধা হৃত্বিকে মগ্ন হয়ে যান বলে জানান। তাঁর ঘরে হৃত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে।

অন্যদিকে বলিউডে পা রাখার পর প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা এবং পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও, আলিয়ার পছন্দের মানুষ ছিলেন অন্য কেউ। একটি সাক্ষাতকারে আলিয়া দাবি করেন, শাহিদ কাপুরকে তিনি বেজায় পছন্দ করতেন এককালে। প্রসঙ্গত শানদার-এ পছন্দের অভিনেতা শহিদের সঙ্গে অভিনয় করেন আলিয়া।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি: সিইসি

ক্যাপ্রিওর চুমু খেয়ে ঘুমোতে যেতেন দীপিকা

প্রকাশিত : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলা হয় তাঁকে। পারিশ্রমিকের নিরিখে টক্কর দেন বলিউডের বড় অভিনেতাদের। মাদক মামলায় এনসিবি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর তাঁর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়তে বলে অনেকে দাবি করেন। যদিও এখনও পর্যন্ত দীপিকার ভক্তকূল তাঁকে সমানভাবেই ভালোবাসা দিচ্ছেন। বলিউডের এ হেন প্রথম সারির অভিনেত্রী কার প্রেমে মগ্ন ছিলেন জানেন!

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের আগে দীপিকার জীবনে একের পর এক ভালোবাসা এসেছে। রণবীর কাপুর থেকে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। দীপিকার জীবনে পরপর বেশ কয়েকজন এলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিয়োর প্রতি দীপ্পির ছিল অমোঘ টান। এমনকী,তাঁর ঘরের দেওয়ালে লিওনার্দোর বিভিন্ন পোস্টার ছিল এবং তিনি অভিনেতার ছবিতে চুম্বন করে তবেই ঘুমোতে যেতেন বলে এক সাক্ষাতকারে জানান দীপিকা পাড়ুকোন।

দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুরের টান রয়েছে হৃত্বিক রোশনের উপর। কহো না প্যার হ্যায় মুক্তি পাওয়ার পর থেকেই শ্রদ্ধা হৃত্বিকে মগ্ন হয়ে যান বলে জানান। তাঁর ঘরে হৃত্বিকের বহু পোস্টার রয়েছে বলেও জানান শক্তি কাপুরের মেয়ে।

অন্যদিকে বলিউডে পা রাখার পর প্রথমে সিদ্ধার্থ মালহোত্রা এবং পরে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ালেও, আলিয়ার পছন্দের মানুষ ছিলেন অন্য কেউ। একটি সাক্ষাতকারে আলিয়া দাবি করেন, শাহিদ কাপুরকে তিনি বেজায় পছন্দ করতেন এককালে। প্রসঙ্গত শানদার-এ পছন্দের অভিনেতা শহিদের সঙ্গে অভিনয় করেন আলিয়া।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত