লিগ ক্যারিয়ারে ১০০তম গোলের মাইলফলক ছুলেন চেলসি তারকা ইডেন হ্যাজার্ড। শনিবারের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে করা তার প্রথম গোলের সুবাধে অসাধারণ এই অজর্নটি করেন। প্রিমিয়ার লিগে সব মিলিয়ে তার গোল এখন ৬৪টি। বাকি ৩৬ গোল সাবেক ক্লাবের হয়ে করেন।
বেলজিয়ামের এই তারকা আজকের এই অর্জনের মধ্যে দিয়ে তার গোলের সংখ্যাটা তিন অঙ্কে নিয়ে গেছেন। তার এই গোলের সাথে রয়েছে ৮৫টি অ্যাসিস্ট।
আজকের ম্যাচের দুই গোলের মাধ্যেমে তিনি চেলসির হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ৮২তম গোল করেন। সামনের বুধবারেই এমিরাতে ‘ইএফএল’ কাপের সেমিফাইনাল রয়েছে। চেলসির ভক্তরা আশা করবে সামনের দিন গুলোতেও এভাবেই দলকে সাহায্য করে যাবেন হ্যাজার্ড।
গেল মৌসুমেই চেলসি প্রিমিয়ার লিগ জেতে, যেখানে হ্যাজার্ড ১৬ গোল করে দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করে। বেলজিয়াম জাতীয় দলের হয়ে তারকা এই খেলোয়াড় ৮২ ম্যাচে ২১ গোল করেন,সাথে আছে ২২টি অ্যসিস্ট।


























