০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ইংল্যান্ডের কাছে ১৬ রানে হারলো অস্ট্রেলিয়া

অ্যাশেজে টেস্টে পাত্তা না পেলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াল সফরকারী ইংল্যান্ড।পাঁচ ম্যাচ ওয়ানডের ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার (২১ জানুারি) সিডনিতে সফরকারীদের বিপক্ষে ১৬ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

রবিবার (২১ জানুয়ারি) সিডনিতে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক উইয়ন মরগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নামে ইংলিশরা।

তবে শুরুটা মোটেই ভাল হয়নি সফরকারীদের।ওপেনিংয়ে নেমে জেসন রয় ১৯, জনি বেয়ারস্টো ৩৯, অ্যালেক্স হেলস ১, জো রুট ২৭ ও অধিনায়ক উইয়ন মরগান ৪১ রানে সাজঘরে ফেরেন। দলীয় ৩৯তম ওভারের সময় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মঈন আলী যখন প্যভিলিয়নের পথ ধরেন তখন ইংলিশদের দলীয় ১৮৯ রান। ৬ উইকেট হারিয়ে ডুবন্ত তখন ইংলিশদের তরী। তবে শেষ মুহুর্তে জশ বাটলারের সেঞ্চুরির সঙ্গে ক্রিস ওকসের ফিফটিতে ভর করে তিনশো পেরিয়ে যায় সফরকারীরা।

ইংল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় বরাবর ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাটলার। তার সঙ্গে ৩৬ বলে ৫৩ রানের ইংনিস খেলে অপরাজিত ছিলেন ওকস।ফলে স্বাগতিকদের লক্ষ দাঁড়ায় ৩০৩।

বড় লক্ষ তাড়া করতে নেমে ফ্রিঞ্চের ওপেনার সথীর্ত ওয়ারনারকে দলীয় ২৪ রানের মাথায় সাজঘরে পাঠান আদিল রশিদ।পরে মার্ক উডের জোড়া আঘাতে কালো মেঘ দেখা দেয় অজিদের আকাশে।তবে অধিনায়ক স্মিথ এবং মিচেল মার্শ কিছুটা আশা দেখালেও তা দীর্ঘায়িত করতে দেয়নি রশিদ।সময় যত গড়াচ্ছে ম্যাচ ততই স্বাগতিকদের পক্ষে যাচ্ছে।মার্কাস স্টোনিস ও টম পেইনের বিলম্বিত বাধে হার আটকানো যায়নি।ফলে ইংল্যান্ড ১৮ রানে জয় পায়।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। এছাড়া প্যাট কামিন্স, মার্কোস স্টয়নিস ও মিচেল মার্শ একটি করে উইকেট নিয়েছেন। অন্যদিকে,ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, মার্ক উড ও ক্রিস ওকেস দুাটি করে উিইকেট নেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ইংল্যান্ডের কাছে ১৬ রানে হারলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

অ্যাশেজে টেস্টে পাত্তা না পেলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়াল সফরকারী ইংল্যান্ড।পাঁচ ম্যাচ ওয়ানডের ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। সিরিজের তৃতীয় ম্যাচে রবিবার (২১ জানুারি) সিডনিতে সফরকারীদের বিপক্ষে ১৬ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

রবিবার (২১ জানুয়ারি) সিডনিতে টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক উইয়ন মরগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নামে ইংলিশরা।

তবে শুরুটা মোটেই ভাল হয়নি সফরকারীদের।ওপেনিংয়ে নেমে জেসন রয় ১৯, জনি বেয়ারস্টো ৩৯, অ্যালেক্স হেলস ১, জো রুট ২৭ ও অধিনায়ক উইয়ন মরগান ৪১ রানে সাজঘরে ফেরেন। দলীয় ৩৯তম ওভারের সময় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মঈন আলী যখন প্যভিলিয়নের পথ ধরেন তখন ইংলিশদের দলীয় ১৮৯ রান। ৬ উইকেট হারিয়ে ডুবন্ত তখন ইংলিশদের তরী। তবে শেষ মুহুর্তে জশ বাটলারের সেঞ্চুরির সঙ্গে ক্রিস ওকসের ফিফটিতে ভর করে তিনশো পেরিয়ে যায় সফরকারীরা।

ইংল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় বরাবর ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাটলার। তার সঙ্গে ৩৬ বলে ৫৩ রানের ইংনিস খেলে অপরাজিত ছিলেন ওকস।ফলে স্বাগতিকদের লক্ষ দাঁড়ায় ৩০৩।

বড় লক্ষ তাড়া করতে নেমে ফ্রিঞ্চের ওপেনার সথীর্ত ওয়ারনারকে দলীয় ২৪ রানের মাথায় সাজঘরে পাঠান আদিল রশিদ।পরে মার্ক উডের জোড়া আঘাতে কালো মেঘ দেখা দেয় অজিদের আকাশে।তবে অধিনায়ক স্মিথ এবং মিচেল মার্শ কিছুটা আশা দেখালেও তা দীর্ঘায়িত করতে দেয়নি রশিদ।সময় যত গড়াচ্ছে ম্যাচ ততই স্বাগতিকদের পক্ষে যাচ্ছে।মার্কাস স্টোনিস ও টম পেইনের বিলম্বিত বাধে হার আটকানো যায়নি।ফলে ইংল্যান্ড ১৮ রানে জয় পায়।

অস্ট্রেলিয়ার হয়ে জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। এছাড়া প্যাট কামিন্স, মার্কোস স্টয়নিস ও মিচেল মার্শ একটি করে উইকেট নিয়েছেন। অন্যদিকে,ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, মার্ক উড ও ক্রিস ওকেস দুাটি করে উিইকেট নেন।