০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

১০৫ রানেই অলআউট পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সরফরাজ আহমেদের দল।

ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে রক্ষার চেষ্টা করেন বাবর আজম। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন হাসান আলী। এই দুইজন ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছায়নি।

কিউইদের পক্ষে টিম সাউদি ও সেথ র‍্যান্স নেন তিনটি করে উইকেট। এছাড়া দুই উইকেট পান মিশেল স্ট্যান্তনার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ইনিংস: ১০৫ (১৯.৪/২০ ওভার)

(ফখর জামান ৩, উমর আমিন ০, মোহাম্মদ নওয়াজ ৭, হারিস সোহেল ৯, বাবর আজম ৪১, সরফরাজ আহমেদ ৯, শাদব খান ০, ফাহিম আশরাফ ৭, হাসান আলী ২৩, মোহাম্মদ আমির ৩, রুম্মন রইস ০*; স্টেথ র‌্যান্স ৩/২৬, টিম সাউদি ৩/১৩, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১১, আনারু কিচেন ১/৩, ইশ সোধি ০/২৫, মিচেল স্যান্টনার ২/১৫, কলিন মুনরো ১/১২)।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

১০৫ রানেই অলআউট পাকিস্তান

প্রকাশিত : ১১:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৫ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় সরফরাজ আহমেদের দল।

ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে বিপর্যয় থেকে রক্ষার চেষ্টা করেন বাবর আজম। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন হাসান আলী। এই দুইজন ছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছায়নি।

কিউইদের পক্ষে টিম সাউদি ও সেথ র‍্যান্স নেন তিনটি করে উইকেট। এছাড়া দুই উইকেট পান মিশেল স্ট্যান্তনার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ইনিংস: ১০৫ (১৯.৪/২০ ওভার)

(ফখর জামান ৩, উমর আমিন ০, মোহাম্মদ নওয়াজ ৭, হারিস সোহেল ৯, বাবর আজম ৪১, সরফরাজ আহমেদ ৯, শাদব খান ০, ফাহিম আশরাফ ৭, হাসান আলী ২৩, মোহাম্মদ আমির ৩, রুম্মন রইস ০*; স্টেথ র‌্যান্স ৩/২৬, টিম সাউদি ৩/১৩, কলিন ডি গ্র্যান্ডহোম ০/১১, আনারু কিচেন ১/৩, ইশ সোধি ০/২৫, মিচেল স্যান্টনার ২/১৫, কলিন মুনরো ১/১২)।