১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

একাদশে পরিবর্তন: যা বললেন তামিম

চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। হাতে দুটি ম্যাচ রেখে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী।আগে ভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় ওরা নির্ভার।তবে যে দুটি ম্যাচ হাতে রয়েছে এতে ফাইনালের আগে নিজেদের ঝালাই করে নিতে পারবে ভালো করে।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একাদশে জায়গা হয়েছিল স্পিনার সানজামুলের।তবে পরের ম্যাচে তাকে বসিয়ে শ্যীলঙ্কার বিপক্ষে আনা হয় পেসার সাইফুদ্দিনকে।

তবে ধারণা করা হচ্ছে শেষ দুই ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন আসতে পারে।আনা হতে পারে দীর্ঘদিন পর দলে সুজোগ পাওয়া দুই ক্রিকেটার আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিথুনকে।

রবিবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে আসা তামিম ইকবালকে একাদশে কোন পরিবর্তন আসবে কি না সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একাদশ নির্বাচন আমার হাতে নেই। আমার কাছে মনে হয়…আমরা পাঁচজন সিনিয়র ক্রিকেটার বাদে, বাকিরা কিন্তু খুব বেশি ম্যাচও খেলে নাই। আমি নিশ্চিত যদি পরবর্তন আসে সেটার পেছনে কারণ থাকবে, যদি না আসে সেটির পেছনেও কারণ থাকবে।’

তামিম আরো বলেন,‘আমার কাছে মনে হয় যে যারা সাইড বেঞ্চে আছে তারাও ভালো খেলার সামর্থ রাখে। যদি তারা এরকম কোন কিছু ডিসাইড করে আমি নিশ্চিত যারাই খেলবে তারা নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করবে।’

নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ভুলগুলো শোধরানোর লক্ষেরও কথা বলেছেন খান সাহেব। তার ভাষ্যমতে,‘আমরা যেভাবে করে যাচ্ছি একটি দল হিসেবে দুটো ম্যাচ খুব ভাল খেলছি। আমরা দুই ম্যাচে উন্নতির জন্য কাজ করবো, যেন আরো বেশি উন্নতি করতে পারি। সুতরাং আমরা সেদিকটাই ফোকাস দিবো।’

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

একাদশে পরিবর্তন: যা বললেন তামিম

প্রকাশিত : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮

চলমান ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। হাতে দুটি ম্যাচ রেখে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী।আগে ভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় ওরা নির্ভার।তবে যে দুটি ম্যাচ হাতে রয়েছে এতে ফাইনালের আগে নিজেদের ঝালাই করে নিতে পারবে ভালো করে।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একাদশে জায়গা হয়েছিল স্পিনার সানজামুলের।তবে পরের ম্যাচে তাকে বসিয়ে শ্যীলঙ্কার বিপক্ষে আনা হয় পেসার সাইফুদ্দিনকে।

তবে ধারণা করা হচ্ছে শেষ দুই ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তন আসতে পারে।আনা হতে পারে দীর্ঘদিন পর দলে সুজোগ পাওয়া দুই ক্রিকেটার আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিথুনকে।

রবিবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে আসা তামিম ইকবালকে একাদশে কোন পরিবর্তন আসবে কি না সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একাদশ নির্বাচন আমার হাতে নেই। আমার কাছে মনে হয়…আমরা পাঁচজন সিনিয়র ক্রিকেটার বাদে, বাকিরা কিন্তু খুব বেশি ম্যাচও খেলে নাই। আমি নিশ্চিত যদি পরবর্তন আসে সেটার পেছনে কারণ থাকবে, যদি না আসে সেটির পেছনেও কারণ থাকবে।’

তামিম আরো বলেন,‘আমার কাছে মনে হয় যে যারা সাইড বেঞ্চে আছে তারাও ভালো খেলার সামর্থ রাখে। যদি তারা এরকম কোন কিছু ডিসাইড করে আমি নিশ্চিত যারাই খেলবে তারা নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করবে।’

নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ভুলগুলো শোধরানোর লক্ষেরও কথা বলেছেন খান সাহেব। তার ভাষ্যমতে,‘আমরা যেভাবে করে যাচ্ছি একটি দল হিসেবে দুটো ম্যাচ খুব ভাল খেলছি। আমরা দুই ম্যাচে উন্নতির জন্য কাজ করবো, যেন আরো বেশি উন্নতি করতে পারি। সুতরাং আমরা সেদিকটাই ফোকাস দিবো।’