১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

‘মেসি ফুটবলের উন্নতি করছে’

নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৫-০ গোলে হারে বেতিস। তবে হেরেও প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসা করেছেন রিয়াল বেতিসের গোলরক্ষক আন্তোনিও আদান। কারণ মানুষটা যে লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়ের মতে, ফুটবল খেলার আরও উন্নতি করছেন কাতালান ক্লাবটির ফরোয়ার্ড।

প্রথমার্ধে ছন্দহীন অতিথিরা বিরতির পর জ্বলে ওঠে। নজর কাড়া ফুটবলে জোড়া গোল করেন মেসি। অবদান রাখেন লুইস সুয়ারেসের করা দ্বিতীয় গোলে। চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ১৯টি। এই জয়ে পর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১১।

মেসির খেলার প্রশংসা করে স্পেনের রেডিও কাদেনা সেরকে আদান বলেন, চমৎকার। প্রথমার্ধে তাকে তেমন দেখা যায়নি। মনে হচ্ছিল, সে হাঁটছিল। এরপর সে দুটি গোল করে এবং দুটি গোলে অবদান রাখে। এই খেলাটার আরও উন্নতি করছে সে।

মেসির খেলা দেখে মুগ্ধ বেতিসের সহ-সভাপতি লরেনসো সেররা ফেররেরও। মেসি এর যোগ্য। এটা একটি প্রদর্শনী। দ্বিতীয়ার্ধে সে কি-না করলো। তার নম্রতা ও সক্ষমতা তাকে আরও বড় করে তুলেছে।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

‘মেসি ফুটবলের উন্নতি করছে’

প্রকাশিত : ০৭:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮

নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৫-০ গোলে হারে বেতিস। তবে হেরেও প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসা করেছেন রিয়াল বেতিসের গোলরক্ষক আন্তোনিও আদান। কারণ মানুষটা যে লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়ের মতে, ফুটবল খেলার আরও উন্নতি করছেন কাতালান ক্লাবটির ফরোয়ার্ড।

প্রথমার্ধে ছন্দহীন অতিথিরা বিরতির পর জ্বলে ওঠে। নজর কাড়া ফুটবলে জোড়া গোল করেন মেসি। অবদান রাখেন লুইস সুয়ারেসের করা দ্বিতীয় গোলে। চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল ১৯টি। এই জয়ে পর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১১।

মেসির খেলার প্রশংসা করে স্পেনের রেডিও কাদেনা সেরকে আদান বলেন, চমৎকার। প্রথমার্ধে তাকে তেমন দেখা যায়নি। মনে হচ্ছিল, সে হাঁটছিল। এরপর সে দুটি গোল করে এবং দুটি গোলে অবদান রাখে। এই খেলাটার আরও উন্নতি করছে সে।

মেসির খেলা দেখে মুগ্ধ বেতিসের সহ-সভাপতি লরেনসো সেররা ফেররেরও। মেসি এর যোগ্য। এটা একটি প্রদর্শনী। দ্বিতীয়ার্ধে সে কি-না করলো। তার নম্রতা ও সক্ষমতা তাকে আরও বড় করে তুলেছে।