০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

৬০০০ রান করার গৌরব অর্জন করে যা বললেন তামিম

মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রানের মাইলফলকে পৌছান তামিম ইকবাল। এ প্রসঙ্গে তামিম বলেন, রেকর্ড ভাঙ্গতে সবসময়ই ভালো লাগে। আমিও তার ব্যাতিক্রম নই।

ম্যাচ জেতা নিয়ে তামিম বলেন, এটা খুব সহজ উইকেট ছিল না। আমরা চেয়েছি ধৈর্য্য ধরে সিঙ্গেল-ডাবলের উপর খেলতে এবং খারাপ বল পেলে সেটাকে সীমানা ছাড়া করতে। এ ধরনের উইকেটে ২৩০-২৪০ ভালো স্কোর। যদিও আমরা কাছাকাছি ছিলাম। সাকিব ও মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে।

এছাড়া মিরপুরে মঙ্গলবার এক ভেন্যুতে এখন সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তামিম। সাবেক লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়াকে টপকে এই কীর্তি করেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে ৪টি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২৫১৪ রান জয়সুরিয়া। হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ৫টি শতক ও ১৫টি অর্ধশকের বিনিময়ে তামিমের রান সংখ্যা ২৫৪৯ রান।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

৬০০০ রান করার গৌরব অর্জন করে যা বললেন তামিম

প্রকাশিত : ১১:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮

মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রানের মাইলফলকে পৌছান তামিম ইকবাল। এ প্রসঙ্গে তামিম বলেন, রেকর্ড ভাঙ্গতে সবসময়ই ভালো লাগে। আমিও তার ব্যাতিক্রম নই।

ম্যাচ জেতা নিয়ে তামিম বলেন, এটা খুব সহজ উইকেট ছিল না। আমরা চেয়েছি ধৈর্য্য ধরে সিঙ্গেল-ডাবলের উপর খেলতে এবং খারাপ বল পেলে সেটাকে সীমানা ছাড়া করতে। এ ধরনের উইকেটে ২৩০-২৪০ ভালো স্কোর। যদিও আমরা কাছাকাছি ছিলাম। সাকিব ও মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে।

এছাড়া মিরপুরে মঙ্গলবার এক ভেন্যুতে এখন সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তামিম। সাবেক লঙ্কান গ্রেট সনাৎ জয়সুরিয়াকে টপকে এই কীর্তি করেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে ৪টি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২৫১৪ রান জয়সুরিয়া। হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে ৫টি শতক ও ১৫টি অর্ধশকের বিনিময়ে তামিমের রান সংখ্যা ২৫৪৯ রান।