দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবারো অসহায় আত্মসমর্পণ করল ভারত। প্রথম দুই টেস্টে হারার পর বুধবার (২৪ জানুয়ারি) সিরিজ রক্ষার জন্য ব্যাট করতে নেমে প্রোটিয়াদের বোলিং তোপে বিরাটদের কেউই বিরাট ইনিংস খেলতে পরেনি। মাত্র ১৮৭ রানে অলআউট হয়ে যায় ভারত।
জোহানেসবার্গ টসে জিতে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দলীয় স্কোর যখন ৭ ঠিক তখন (০) রানে ভার্নন ফিল্যান্ডরের বলে সহজ ক্যাচ দিয়ে প্যভিলিয়নের পথ ধরেন রাহুল।পরে ওপেনার মুরালি বিজয় ব্যক্তিগত ৮ রান করে রাবাদার বলে সতীর্থের দেখানো পথে পা দিয়ে সাজঘরে ফিরেন। পূজারা ৫০ ও কাপ্তান কোহলি ৫৪ করে প্যভিলিয়নের পথ ধরেন ।তাদের বিদায়ের পর সবাই ছিল আসা যাওয়ার পথে।


























