ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বারের মত আগামীকাল (২৫ জানুয়ারি) বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটিতে জয় পেলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ থাকছে লঙ্কানদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে সংবাদিকদের মুখোমুখি হয়েছেন দলটির অধিনায়ক দিনেশ চান্দিমাল। আর সেখনে এসে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান দলের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বুধবার (২৪ জানুয়ারি) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘ ‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু প্লেয়ার আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ।
আর ওদের ভালো করার পেছনে মূল কারণ হলো সিনিয়র প্লেয়ার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’


























