০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়: যা বললেন মাশরাফি

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। আর এই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘শ্রীলঙ্কা আমাদের হারাতে পারে, এই উপলব্ধিটা আমাদের মধ্যে ছিল। কিন্তু তাই বলে এতটা বড় ব্যবধানে হারব, ভাবিনি।’

অতিরিক্ত আত্মবিশ্বাস ঘিরে ধরেছিল কিনা, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি, কাল (বুধবার) রাতে বলেন কিংবা আজকেও সবাই যখন একসঙ্গে ছিলাম। কাল রাতে যখন মিটিং হয়েছে। কারো ভেতর এমন দেখিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এমন থাকার (অতিরিক্ত আত্মবিশ্বাসী) সুযোগ ছিল না, শ্রীলঙ্কার বিপক্ষে তো না-ই। যেটা বলতে পারেন আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা বলাই ঠিক।’

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়: যা বললেন মাশরাফি

প্রকাশিত : ০৬:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ। আর এই ম্যাচে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বললেন, ‘শ্রীলঙ্কা আমাদের হারাতে পারে, এই উপলব্ধিটা আমাদের মধ্যে ছিল। কিন্তু তাই বলে এতটা বড় ব্যবধানে হারব, ভাবিনি।’

অতিরিক্ত আত্মবিশ্বাস ঘিরে ধরেছিল কিনা, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে কি, কাল (বুধবার) রাতে বলেন কিংবা আজকেও সবাই যখন একসঙ্গে ছিলাম। কাল রাতে যখন মিটিং হয়েছে। কারো ভেতর এমন দেখিনি। জিম্বাবুয়ের বিপক্ষে এমন থাকার (অতিরিক্ত আত্মবিশ্বাসী) সুযোগ ছিল না, শ্রীলঙ্কার বিপক্ষে তো না-ই। যেটা বলতে পারেন আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয় এটা বলাই ঠিক।’