প্রথম ৬টি গানের অ্যালবামের পর এবার ইপি অ্যালবাম নিয়ে আসছেন শিল্পী নিপা মন্ডল। ছুঁয়ে দিলাম মন শিরোনামের অ্যালবামটি খুব শিগগির প্রকাশ করবেন বলে জানান এই উদিয়মান শিল্পী নিপা।
এ অ্যালবামে গান লিখিছেন ইমদাদ সুমন সুর সংগীত পরিচালনা করেছেন রাহুল মুৎসুদ্দি। নিপা বলেন অ্যালবামটি প্রকাশের পর আরও তিনটি গানের কথাও সুরে শ্রোতারা খোঁজে পাবে নতুনত্ব এক অনান্য আমেজের মূর্চনা।
নিপা বর্তমানে কয়েকটি অ্যালবামের গান নিয়ে খুব ব্যাস্ত সময় পার করছেন।
নিপা তার শুভান্ঙাকি ও ভক্তনুরাগীদের কাছে দোয়া কামনা করছেন যাতে করে ভালো ভালো গান ভক্তদের কে উপহার দিতে পারেন।