ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল ম্যাচে ইমরুল কায়েস নাকি এনামুল হক বিজয় খেলবেন তা নিয়ে চলছে আলোচনা।
ইনজুরিতে পড়ে ত্রিদেশীয় সিরিজের শুরুতে ছিটকে পড়েন ইমরুল কায়েস। অন্যদিকে বিপিএলে বাজে পারফর্মের কারণে আড়ালে থাকেন সৌম্য সরকার।আর এ সুযোগে প্রায় তিন বছর পর ওয়ানডেতে সুযোগ মেলে এনামুল হক বিজয়ের। কিন্তু তিনি যে খেলা দেখালেন তাতে মনে হচ্ছে আগের সৌম্যই ভালো ছিল!
টিম ম্যানেজম্যান্টের চাওয়া গোটা টুর্নামেন্টে হাত খুলে খেলুক এনামুল। তা করতে গিয়ে আউট হলে অবশ্যই সুযোগ-সুবিধা পাবেন। এনামুল তাই হয়তো নিজেকে একটু বেশিই প্রমাণ করতে চেয়েছেন। ৪ ম্যাচে ১৩.৭৫ গড়ে রান নিয়েছেন ৫৫ রান নিয়েছেন তিনি।
আর তাই তো খেলার আগের দিন ইমরুল-এনামুল ইস্যুতে কথা বলেছেন টাইগার কাপ্তান মাশরাফি। ‘ইমরুল আসছে, তার মানে এই না ও খেলবে। এখনো আলোচনা হয়নি। এখনো চিন্তা করছি, ওপেনিংয়ে কে ভালো করতে পারে তামিমের সঙ্গে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা আছে। বিজয় চারটা ম্যাচ খেলেছে। ও নিজের জন্য যে প্রত্যাশা নিয়ে খেলতে চেয়েছিল, সে-ও কিছুটা অখুশি। আরও বেশি অবদান রাখতে চেয়েছিল। তবে এর মানে ওকে বাদ দিয়ে আমরা চিন্তা করছি ব্যাপারটা তা-ও না। ইমরুল এসেছে, মিঠুন এসেছে। দেখা যাক!’
এর আগের দিনও অর্থাৎ চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে বিজয়কে সমর্থন দিয়ে কথা বলেন মাশরাফি। বলেছেন, সমস্যা থাকতেই পারে। তবে সে যত দিন দলে থাকবে আমরা তাকে সমর্থন দিয়ে যাবো। তবে কিছুটা হলেও তার পারফর্মে বিরক্ত তা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরেই ফুটে উঠল। বলেছেন, আমাদের চেয়ে আপনারাই বেশি তাকে নিয়ে ‘এক্সপোজ’ করেছেন। এখন দেখার বিষয় ফাইনালে কে থাকছেন, এনামুল-ইমরুল নাকি মিথুন।


























