চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের স্বত্ব ইতোমধ্যেই বিক্রি করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিলাম থেকে ১৭ কোটি ৯০ লাখ টাকায় স্বত্ব কিনে নিয়েছে ব্যান টেক নামক প্রতিষ্ঠান।
ব্যান টেককে শুধুমাত্র এই সিরিজের জন্যই দেয়া হয়েছে সম্প্রচার স্বত্ব। এ কথা জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘একটা সিরিজের জন্য এ মূল্য পেয়ে আমরা খুশি। নিলামে আরও দুইটি বিডার ছিল, টি স্পোর্টস এবং গাজী টিভি। পুরো নিলামটি ১০ রাউন্ড পর্যন্ত চলেছে।’
আপাতত এক সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রি করলেও, আবারও দীর্ঘমেয়াদে এটি করার ইচ্ছা রয়েছে বিসিবির। যেখানে অন্তত ৫ বছরের জন্য কোনো প্রতিষ্ঠানকে টিভি স্বত্ব দেবে বিসিবি। পরবর্তী ব্রডকাস্টিং পার্টনারের সঙ্গে বড় মেয়াদে চুক্তি করার আগে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অপেক্ষায় রয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার