০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

অমিতাভ রেজার ওয়েব ফিল্মে পূর্ণিমা

পূর্ণিমা

দীর্ঘ বিরতির পর আবারও অন্য রূপে সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার ওয়ের ফিল্ম। পূর্ণিমা বলেন, চরকির ব্যনারে আজ (ওয়েব ফিল্মে চুক্তির দিন) একটা বিশেষ দিন। অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে ফিল্মের ঘোষণা হলো। অমিতাভ রেজার নতুন এই কাজ নিয়ে পূর্ণিমা বলেন, অমিতাভ রেজা মানেই নতুন কিছু, ভালো কিছু।

নতুন কিছুর জন্যই আমরা অধীর আগ্রহে বসে থাকি। সব সময়ই চাই জীবনে নতুন কিছু অ্যাড হোক, মানুষ আমাদের নতুন করে চিনুক। একই রকম চরিত্রে আমাদের দেখতে দেখতে তাদের যেন একঘেয়েমি তৈরি না হয়।
ফিল্মের গল্প ও নিজের চরিত্র নিয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন, আমার কাছে এ ধরনের গল্প আগে কখনো আসেনি। যখনই অমিতাভ ভাই গল্পটা বললেন, শুনে রাজি হয়ে গেলাম। গল্পে দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছে। আমার যেটি বেশি ইন্টারেস্টিং লেগেছে, আমি সেটি বেছে নিয়েছি। এর মধ্যে চিত্রনাট্যের কাজ আরও খানিকটা এগোবে।

আমাদের এখনো বেশ কিছু প্রস্তুতি বাকি। সিনেমা করতে গেলে অনেক সময় একই রকম লুক-গেটআপে করা যায়। এই কাজে সেটা হবে না। লুক টেস্ট, স্ক্রিন টেস্ট, রিহার্সাল—অনেকগুলো প্রক্রিয়া পার হতে হবে। শুটিংয়ের আগে রিহার্সালে সময় বেশি দিতে হবে। আমি আসলে একটা ভালো কাজ করতে চাই, ভালো অভিনয় করতে চাই, যেটা মানুষ মনে রাখবে। যেহেতু এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, চরকির সঙ্গে করা প্রথম কাজ, সবকিছুই আমার জন্য নতুন অভিজ্ঞতা। আসলে এমনটাই চেয়েছিলাম।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

অমিতাভ রেজার ওয়েব ফিল্মে পূর্ণিমা

প্রকাশিত : ০২:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১

দীর্ঘ বিরতির পর আবারও অন্য রূপে সিনেমায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। তবে এবার ওয়ের ফিল্ম। পূর্ণিমা বলেন, চরকির ব্যনারে আজ (ওয়েব ফিল্মে চুক্তির দিন) একটা বিশেষ দিন। অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছি। আনুষ্ঠানিকভাবে ফিল্মের ঘোষণা হলো। অমিতাভ রেজার নতুন এই কাজ নিয়ে পূর্ণিমা বলেন, অমিতাভ রেজা মানেই নতুন কিছু, ভালো কিছু।

নতুন কিছুর জন্যই আমরা অধীর আগ্রহে বসে থাকি। সব সময়ই চাই জীবনে নতুন কিছু অ্যাড হোক, মানুষ আমাদের নতুন করে চিনুক। একই রকম চরিত্রে আমাদের দেখতে দেখতে তাদের যেন একঘেয়েমি তৈরি না হয়।
ফিল্মের গল্প ও নিজের চরিত্র নিয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন, আমার কাছে এ ধরনের গল্প আগে কখনো আসেনি। যখনই অমিতাভ ভাই গল্পটা বললেন, শুনে রাজি হয়ে গেলাম। গল্পে দুটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র আছে। আমার যেটি বেশি ইন্টারেস্টিং লেগেছে, আমি সেটি বেছে নিয়েছি। এর মধ্যে চিত্রনাট্যের কাজ আরও খানিকটা এগোবে।

আমাদের এখনো বেশ কিছু প্রস্তুতি বাকি। সিনেমা করতে গেলে অনেক সময় একই রকম লুক-গেটআপে করা যায়। এই কাজে সেটা হবে না। লুক টেস্ট, স্ক্রিন টেস্ট, রিহার্সাল—অনেকগুলো প্রক্রিয়া পার হতে হবে। শুটিংয়ের আগে রিহার্সালে সময় বেশি দিতে হবে। আমি আসলে একটা ভালো কাজ করতে চাই, ভালো অভিনয় করতে চাই, যেটা মানুষ মনে রাখবে। যেহেতু এটা আমার প্রথম ওয়েব ফিল্ম, চরকির সঙ্গে করা প্রথম কাজ, সবকিছুই আমার জন্য নতুন অভিজ্ঞতা। আসলে এমনটাই চেয়েছিলাম।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ