জেরার্ড পিকে স্প্যানিশ ফুটবলার হয়েও জীবনটা শুরু করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার মধ্য দিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই ২০০৪ সালে ফুটবল ক্যারিয়ার শুরু। ম্যানইউ থেকে ২০০৮ সালে নিজ দেশের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান।
আর ২০০৮ সাল থেকে দেখতে দেখতে ন্যু ক্যাম্পে কাটিয়ে দিয়েছেন ১০টি বছর। সোমবার (২৯ জানুয়ারি) বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন এই স্পানিশ ডিফেন্ডার। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকবেন তিনি।
চুক্তি স্বাক্ষর শেষে পিকে জানিয়েছেন, বার্সার হয়ে খেলতে না পারলে ফুটবল খেলাই ছেড়ে দিতেন তিনি। পিকে আরো বলেন, ‘আমি কখনোই বার্সেলোনার বাইরে কিছু নিয়ে ভাবিনি। বার্সার সঙ্গে আমার চুক্তি নবায়ন করাটা যৌক্তিক। আমি এখানেই থাকতে চেয়েছি। এখানেই আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই। অন্য কোথাও যাওয়ার আমার কোনো পরিকল্পনা নেই। হয় বার্সেলোনা, না হয় আর কোথাও নয়। বার্সায় খেলতে না পারলে ফুটবলই ছেড়ে দিতাম।’


























