০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

জেমস’র ক্যামেরায় জয়া

জেমস-জয়া

মাহফুজ আনাম জেমস। সবাই তাকে জেমস নামেই চিনে। আর গানের ভক্ত অগনিত। তবে অনেকেই জানেন না শখের বসে এই ব্যান্ড তারকাকে পাওয়া যায় ফটোগ্রাফার হিসেবেও। তার তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে সবারই নজর কাড়ে।
এবার জেমসের ক্যামেরা বন্দি করলেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানকে। তার সেই ছবিতে তিনটি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। আর অপলক তাকিয়ে আছেন ক্যামেরায়।

ছবির ক্যাপশনে জেমস লিখেছেন- master of the silver screen Jaya Ahsan। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তার চেয়ে অধিক সফল আর তো কেউ নন।

ছবিটি প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই তা শেয়ার হয় শতাধিক। আর মন্তব্যও পড়েছে অসংখ্য। সবাই ছবিটি ঘিরে প্রশংসা করছে।

তবে জয়ার এই ছবিটি কবে, কখন, কোথায় তোলা সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

জেমস’র ক্যামেরায় জয়া

প্রকাশিত : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

মাহফুজ আনাম জেমস। সবাই তাকে জেমস নামেই চিনে। আর গানের ভক্ত অগনিত। তবে অনেকেই জানেন না শখের বসে এই ব্যান্ড তারকাকে পাওয়া যায় ফটোগ্রাফার হিসেবেও। তার তোলা ছবি সোশ্যাল মিডিয়াতে সবারই নজর কাড়ে।
এবার জেমসের ক্যামেরা বন্দি করলেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসানকে। তার সেই ছবিতে তিনটি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। আর অপলক তাকিয়ে আছেন ক্যামেরায়।

ছবির ক্যাপশনে জেমস লিখেছেন- master of the silver screen Jaya Ahsan। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তার চেয়ে অধিক সফল আর তো কেউ নন।

ছবিটি প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই তা শেয়ার হয় শতাধিক। আর মন্তব্যও পড়েছে অসংখ্য। সবাই ছবিটি ঘিরে প্রশংসা করছে।

তবে জয়ার এই ছবিটি কবে, কখন, কোথায় তোলা সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ