০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

অমৃতাকে অশ্লীল কেক উপহার দিলেন কারিনা!

সম্প্রতি ভারতের গোয়ায় অমৃতার ৪০-তম জন্মদিন পালন করেছেন তার প্রিয় বন্ধু কারিনা। এই আয়োজনে ছিলেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সাইফ আলি খান। পার্টির থিম গোয়ার লোকশিল্প হলেও আনা হলো একটি অশ্লীল কেক। পুরুষাঙ্গ আদলের কেকটি এনেছেন স্বয়ং কারিনা।

কেক দেখে সবার সঙ্গে অবাক অমৃতাও। শুধু কেক এনেই ক্ষান্ত হননি নায়িকা, কেকের উপর বানানো পুরুষাঙ্গটি অমৃতাকে মুখে পুরতে বাধ্য করেন কারিনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জন্মদিনের সেই ভিডিও।

আর ব্যাপারটি ভালোভাবে নেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই একে কারিনার নিম্নরুচি হিসেবে ব্যাখ্যা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

অমৃতাকে অশ্লীল কেক উপহার দিলেন কারিনা!

প্রকাশিত : ০৮:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮

সম্প্রতি ভারতের গোয়ায় অমৃতার ৪০-তম জন্মদিন পালন করেছেন তার প্রিয় বন্ধু কারিনা। এই আয়োজনে ছিলেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সাইফ আলি খান। পার্টির থিম গোয়ার লোকশিল্প হলেও আনা হলো একটি অশ্লীল কেক। পুরুষাঙ্গ আদলের কেকটি এনেছেন স্বয়ং কারিনা।

কেক দেখে সবার সঙ্গে অবাক অমৃতাও। শুধু কেক এনেই ক্ষান্ত হননি নায়িকা, কেকের উপর বানানো পুরুষাঙ্গটি অমৃতাকে মুখে পুরতে বাধ্য করেন কারিনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জন্মদিনের সেই ভিডিও।

আর ব্যাপারটি ভালোভাবে নেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই একে কারিনার নিম্নরুচি হিসেবে ব্যাখ্যা করেছেন।