০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ফাহমিদার ‘হেরে যাওয়ার গল্প’

ফাহমিদা নবী। বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম এক প্রতিভাবান কণ্ঠশিল্পী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। মাঝখানে লকডাউন ও করোনার তীব্রতার কারণে গান থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় ফের গানে ফিরেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা গানে এবার কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এ সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘হেরে যাওয়ার গল্প’। গানটি সুর সংগীত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত শাহীন। গত ৩০ জানুয়ারি রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়।
রেকর্ডিং শেষে সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা এবং সুদীপ্ত শাহীনের সুর করা গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “নতুন একটি গানের কথা বুঝে, সুর বুঝে তার অনেক গভীরে প্রবেশ করতে আমার সময় লাগে। গানের কথা এবং সুর আমার মনকে ছুঁয়ে যেতে হয়। এই গানটি যেদিন প্রথম শুনি, সেদিনই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগে যায়। গানটি মূলত প্রেম বিরহের সমন্বয়ে লেখা। একটি গানে কণ্ঠ দেওয়ার ব্যাপারে আমি সবসময়ই ভীষণ খুঁতখুঁতে। ‘হেরে যাওয়ার গল্প’ গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ও আমি ভীষণ খুঁতখুঁতেই ছিলাম। কোন জায়গাটা কেমন হলো, ভাবের প্রকাশটা ঠিক হলো কি না, না হলে আবার ভয়েজ দেওয়া। অবশ্য সাবরিনা এবং সুদীপ্তও ভীষণ খুঁতখুঁতে। যে কারণে সবশেষে একটি ভালো গান হলো, এটা আমার বিশ্বাস। গানটির রেকর্ডিংয়ের পূর্ব পর্যন্ত এটা আমাদের গান ছিল। আর এখন এটা সবার গান। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।” সাবরিনা সুলতানা চৌধুরী জানান, গানটি ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পাবে। এদিকে ফাহমিদা নবী জানান, আজ তিনি সেজান মাহমুদের লেখা ও সুর করা একটি গানের মিউজিক ভিডিওর কাজে সারাদিন ব্যস্ত থাকবেন।

ট্যাগ :
জনপ্রিয়

ফাহমিদার ‘হেরে যাওয়ার গল্প’

প্রকাশিত : ১২:০০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

ফাহমিদা নবী। বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম এক প্রতিভাবান কণ্ঠশিল্পী। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। মাঝখানে লকডাউন ও করোনার তীব্রতার কারণে গান থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় ফের গানে ফিরেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা গানে এবার কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী এ সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘হেরে যাওয়ার গল্প’। গানটি সুর সংগীত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত শাহীন। গত ৩০ জানুয়ারি রাতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়।
রেকর্ডিং শেষে সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা এবং সুদীপ্ত শাহীনের সুর করা গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “নতুন একটি গানের কথা বুঝে, সুর বুঝে তার অনেক গভীরে প্রবেশ করতে আমার সময় লাগে। গানের কথা এবং সুর আমার মনকে ছুঁয়ে যেতে হয়। এই গানটি যেদিন প্রথম শুনি, সেদিনই গানটি আমার কাছে ভীষণ ভালো লেগে যায়। গানটি মূলত প্রেম বিরহের সমন্বয়ে লেখা। একটি গানে কণ্ঠ দেওয়ার ব্যাপারে আমি সবসময়ই ভীষণ খুঁতখুঁতে। ‘হেরে যাওয়ার গল্প’ গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ও আমি ভীষণ খুঁতখুঁতেই ছিলাম। কোন জায়গাটা কেমন হলো, ভাবের প্রকাশটা ঠিক হলো কি না, না হলে আবার ভয়েজ দেওয়া। অবশ্য সাবরিনা এবং সুদীপ্তও ভীষণ খুঁতখুঁতে। যে কারণে সবশেষে একটি ভালো গান হলো, এটা আমার বিশ্বাস। গানটির রেকর্ডিংয়ের পূর্ব পর্যন্ত এটা আমাদের গান ছিল। আর এখন এটা সবার গান। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।” সাবরিনা সুলতানা চৌধুরী জানান, গানটি ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রকাশ পাবে। এদিকে ফাহমিদা নবী জানান, আজ তিনি সেজান মাহমুদের লেখা ও সুর করা একটি গানের মিউজিক ভিডিওর কাজে সারাদিন ব্যস্ত থাকবেন।