০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে চুক্তিতে ফেরার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি সমন্বয়ের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা সাহায্য করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মিটমাটের কাজটি সম্পাদন করতে পারেন বলে মন্তব্য করেন জারিফ। ওবামা আমলে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকেই এর বিরুদ্ধে সরব হয় ইসরায়েল ও সৌদি আরব। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি ফের যুক্তরাষ্ট্রকে এ চুক্তিতে ফেরাবেন। ফলে এখন বাইডেন ক্ষমতায় আসায় বিপাকে পড়েছে সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত। উদ্ভূত পরিস্থিতিতে দেশ দুইটি চাইছে, ওয়াশিংটন যদি শেষ পর্যন্ত ফের এ সমঝোতায় ফিরে যায় তাহলে তেহরানের সঙ্গে নতুন আলোচনায় যেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ ব্যাপারে নিজের অবস্থান এরইমধ্যে পরিষ্কার করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, ওই সমঝোতায় নতুন করে তৃতীয় কোনও পক্ষকে যুক্ত করার সুযোগ নেই। জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরত আসার আগে তেহরানকে পারমাণবিক কর্মকাণ্ড শর্তমতো কমিয়ে আনতে হবে। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান একের পর এক চুক্তির শর্ত ভঙ্গ করে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। এই মাসের শুরুতে ইরান ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। চুক্তি স্বাক্ষরের আগে এই পর্যায় অর্জন করেছিল তেহরান। তবে ইরান বলেছে, যদি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে দ্রুত আগের অবস্থানে ফিরে যাবে চুক্তির শর্ত মতো। শনিবার জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে তাহলে আমরাও কথা রাখবো। এমন পরিস্থিতিতেই সোমবার যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে চুক্তিতে ফেরা এবং বিষয়টি নিয়ে সহায়তার জন্য ইইউ-এর প্রতি আহ্বান জানালো তেহরান।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে চুক্তিতে ফেরার আহ্বান ইরানের

প্রকাশিত : ১২:০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি সমন্বয়ের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা সাহায্য করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মিটমাটের কাজটি সম্পাদন করতে পারেন বলে মন্তব্য করেন জারিফ। ওবামা আমলে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকেই এর বিরুদ্ধে সরব হয় ইসরায়েল ও সৌদি আরব। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি ফের যুক্তরাষ্ট্রকে এ চুক্তিতে ফেরাবেন। ফলে এখন বাইডেন ক্ষমতায় আসায় বিপাকে পড়েছে সৌদি আরব ও তার মিত্র সংযুক্ত আরব আমিরাত। উদ্ভূত পরিস্থিতিতে দেশ দুইটি চাইছে, ওয়াশিংটন যদি শেষ পর্যন্ত ফের এ সমঝোতায় ফিরে যায় তাহলে তেহরানের সঙ্গে নতুন আলোচনায় যেন তাদেরও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ ব্যাপারে নিজের অবস্থান এরইমধ্যে পরিষ্কার করেছে ইরান। দেশটি সাফ জানিয়ে দিয়েছে, ওই সমঝোতায় নতুন করে তৃতীয় কোনও পক্ষকে যুক্ত করার সুযোগ নেই। জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরত আসার আগে তেহরানকে পারমাণবিক কর্মকাণ্ড শর্তমতো কমিয়ে আনতে হবে। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান একের পর এক চুক্তির শর্ত ভঙ্গ করে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। এই মাসের শুরুতে ইরান ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। চুক্তি স্বাক্ষরের আগে এই পর্যায় অর্জন করেছিল তেহরান। তবে ইরান বলেছে, যদি মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে দ্রুত আগের অবস্থানে ফিরে যাবে চুক্তির শর্ত মতো। শনিবার জাভেদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে তাহলে আমরাও কথা রাখবো। এমন পরিস্থিতিতেই সোমবার যুক্তরাষ্ট্রকে সমন্বিতভাবে চুক্তিতে ফেরা এবং বিষয়টি নিয়ে সহায়তার জন্য ইইউ-এর প্রতি আহ্বান জানালো তেহরান।