পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণেই দেশে দ্রুত টিকা এসেছে। এরই মধ্যে দেশে আসা টিকা ৫৪টি জেলায় পৌঁছে গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে নসরুল হামিদ মিলনায়তনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ কে এম এনামুল হক শামীম বলেন, মন্ত্রিসভার সদস্যগণ যখন টিকা গ্রহণ করতে শুরু করলেন তখন বিএনপি বলতে শুরু করেছে, শুধু সরকারি দল টিকা নেয়, বিরোধী দলকে দেয় না। বিএনপির কোন কথা যে সত্য তা বুঝাই মুশকিল। তিনি বলেন, শুধু করোনা মহামারি নয়, যেকোনো দুর্যোগ মোকাবিলায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে ‘শিক্ষকের ভূমিকা’ পালন করছেন। প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণেই দ্রুত দেশে টিকা এসেছে। গত বছর বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শিক্ষকের ভূমিকা’ স্বীকৃতি দিয়েছেন উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন বাংলাদেশের অর্থনীতির চাকা এবং জীবন-জীবিকা সচল রাখতে সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তার দূরদর্শী নেতৃত্বের কারণে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকতা করতেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণ ফান্ড, আবাসনের ব্যবস্থা, দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়িয়েছেন। অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। কে, কোনো দল করেন, সেটা বিবেচনায় না নিয়ে শেখ হাসিনা যেকোনো অসহায় সাংবাদিকদের পাশে দাঁড়ান। এই করোনাকালেও সাংবাদিকদের বিশেষ ভাতা দিয়েছেন। তিনি সাংবাদিকদের কল্যাণ ফান্ডেও অর্থ দিয়েছেন। শামীম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায়, নেতৃত্বে, যোগ্যতায় ও মানবিকতায় সেরা। তিনি সেরাদের সেরা প্রধানমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ওসমান গনি বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উপদেষ্টা ডা. মনিলাল আইন লিটু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল ও কল্যাণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পদক্ষেপেই দ্রুত টিকা এসেছে
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- 51
ট্যাগ :
জনপ্রিয়