দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে এই অভিনেত্রী এখন শুধু সিনেমা নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীর হাতে তিনটি ছবি আছে বলে জানান। একের পর এক তিনি টানা শুটিং করছেন এই ছবিরগুলোর। সিনেমা তিনটি হলো- ‘ভালোবাসা প্রীতিলতা’, ‘রক্তজবা’ ও ‘বঙ্গবন্ধু’। এরমধ্যে প্রথম দু’টি সিনেমার দৃশ্য ধারণের কাজ শেষ করেছেন তিনি। এখন ব্যস্ততা তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক নির্মিতব্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র শুটিং নিয়ে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করছেন তিশা।
ইতিমধ্যে মুম্বইয়ে এই ছবির তিন দিনের শুটিং শেষ করে দেশে ফিরেছেন তিনি। সবমিলিয়ে টানা শুটিংয়ে যেন দম ফেলারও সময় পাচ্ছেন না তিনি। কিন্তু চলতি ব্যস্ততাকে বেশ উপভোগই করছেন তিশা। তার কথার সুরে এমনটাই টের পাওয়া গেছে। মুম্বই থেকে ফিরে তিশা কথা বলেন বিজনেস বাংলাদেশের সঙ্গে। বলিউডের নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কাজটা শুরু করলাম। আমার অংশের কাজ এখনো অনেক বাকি। আলহামদুলিল্লাহ। যে কয়দিন কাজ করেছি, অভিজ্ঞতা খুবই ভালো। ভালো লাগছে কাজ করে। তিশা জানালেন, ‘বঙ্গবন্ধু’ বাদে এখন মাথায় অন্য কিছু নেই তার। আর কোনো কিছু নিয়ে ভাবছেন না। এখন লক্ষ্য একটাই, পুরো কাজটা ভালোভাবে শেষ করা। এদিকে ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ের আগে তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’ সিনেমায় কাজ করেছেন। এই সিনেমারও কাজের অভিজ্ঞতা ভালো উল্লেখ করে তিশা বলেন, খুবই ভালো লেগেছে ‘রক্তজবা’য় অভিনয় করে। নতুনদের সঙ্গে কাজ করে সবসময় ভালো লাগে। স্ক্রিপ্টটা দুর্দান্ত। গতানুগতিক স্ক্রিপ্ট না। সিনেমাটিতে কোন চরিত্রে অভিনয় করছেন সেটা জানতে চাইলে তিশা এখন কিছু বলতে চাইলেন না। অভিনেত্রী জানান, নির্মাতা এখনই চরিত্র বা গল্প নিয়ে কথা না বলার অনুরোধ করেছেন। তাই বিস্তারিত বলতে পারছি না।
০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
টানা শুটিংয়ে তিশা
-
বিনোদন প্রতিবেদক - প্রকাশিত : ১২:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- 130
ট্যাগ :
জনপ্রিয়
























