১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

টম এন্ড জেরি আসছে ২৬ ফেব্রুয়ারি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • 40

টম অ্যান্ড জেরি। বিশ্বজুড়ে জনপ্রিয় দুটি নাম। এই দুটি কার্টুন চরিত্রের নাম শুনলেই শৈশবের নস্টালজিয়ায় পড়ে যান অনেকে। অনেকে শৈশবকে ফিরে পেতে এখনো টম এন্ড জেরিকে বেছে নেন বিনোদনের অনুষঙ্গ হিসেবে। সেই বিচ্ছু বিড়াল আর ইঁদুরের মজার মজার দুষ্টুমি। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুল বুলডগসহ প্রতিটি চরিত্রই আজও জনপ্রিয়তায় আবেদন ধরে রেখেছে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে ১৯৯২ সালে টম এন্ড জেরিকে নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমা। আবারও নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছে সবার প্রিয় বিড়াল ও ইঁদুরটি।

সে খবর বেশ পুরনো। এরইমধ্যে অনেকে হয়তো ছবিটির ট্রেলারও উপভোগ করেছেন।ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি মুভি নিয়ে আসতে চলেছে দর্শকের কাছে, তা শুধুই অ্যানিমেশন নির্ভর নয়। এখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন, তবে ছবির বাকি অংশ জুড়ে অভিনয় করবে মানুষেই। এ সিনেমা মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি দেখা যাবে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সে আভাসই দিয়েছে।
জেরি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ বিড়াল টম। দুষ্টু জেরিকে শায়েস্তা করতে একদিন ইঁদুরধরা যন্ত্রের ভেতর পনির দিয়ে ফাঁদ পাতল সে। জেরি তো আর অত বোকা নয়। টম চলে ডালে ডালে, জেরি চলে পাতায় পাতায়। ফাঁদে পা না দিয়ে ঠিকই সে চেটেপুটে খেয়ে নিল সেই পনির। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। টমকে নাস্তানাবুদ করেই ছাড়ছে জেরি। দশকের পর দশক সেসব দেখে হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে শিশু, তরুণ, যুবক, বৃদ্ধরা। ৮০ বছর ধরে পৃথিবীর মানুষকে নিষ্ঠার সঙ্গে আনন্দ দিয়ে যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় দুই কার্টুন চরিত্র। ১৯৪০ সালের এই দিনে উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা প্রথম দর্শকের সামনে আনেন টম ও জেরিকে। ১৯৫৮ সাল পর্যন্ত তাঁরা নির্মাণ করেছিলেন কার্টুনটির ১১৪টি পর্ব। আর তা এই ১৮ বছরে একাডেমি পুরস্কারে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র বিভাগে সাতবার জিতে নিয়েছিল সেরার পুরস্কার। ‘টম অ্যান্ড জেরি’র প্রথম পর্ব পুসি গেটস দ্য বুট থিয়েটারে দেখানো হয় ১০ ফেব্রুয়ারি। নির্মাতা হানা ও বারবেরা দুজনের বয়সই তখন ৩০-এর নিচে। শুরুতে টমের নাম ছিল জাসপার আর জেরির জিঙ্কস। প্রথম পর্বের শুরুতে টম জেরির লেজ নিয়ে খেলা করত, জেরিকে বল বানিয়ে ক্যাচ ক্যাচ খেলত। প্রথম পর্বটিই জিতে নেয় অস্কার এবং কোটি কোটি মানুষের হৃদয়।

 

ট্যাগ :

চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় বহিস্কৃত যুবদলের দুই নেতা, নিহত জুবায়ের যুবলীগের কর্মী

টম এন্ড জেরি আসছে ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত : ১২:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

টম অ্যান্ড জেরি। বিশ্বজুড়ে জনপ্রিয় দুটি নাম। এই দুটি কার্টুন চরিত্রের নাম শুনলেই শৈশবের নস্টালজিয়ায় পড়ে যান অনেকে। অনেকে শৈশবকে ফিরে পেতে এখনো টম এন্ড জেরিকে বেছে নেন বিনোদনের অনুষঙ্গ হিসেবে। সেই বিচ্ছু বিড়াল আর ইঁদুরের মজার মজার দুষ্টুমি। তাদের সঙ্গে রাগী দারোয়ান কুকুল বুলডগসহ প্রতিটি চরিত্রই আজও জনপ্রিয়তায় আবেদন ধরে রেখেছে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে ১৯৯২ সালে টম এন্ড জেরিকে নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমা। আবারও নতুন করে বড় পর্দায় হাজির হচ্ছে সবার প্রিয় বিড়াল ও ইঁদুরটি।

সে খবর বেশ পুরনো। এরইমধ্যে অনেকে হয়তো ছবিটির ট্রেলারও উপভোগ করেছেন।ওয়ার্নার ব্রাদার্স যে টম অ্যান্ড জেরি মুভি নিয়ে আসতে চলেছে দর্শকের কাছে, তা শুধুই অ্যানিমেশন নির্ভর নয়। এখানে খুব যুক্তিসঙ্গত ভাবেই টম আর জেরির অবয়ব এবং তাদের নানা কাণ্ডকারখানা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির অ্যানিমেশন, তবে ছবির বাকি অংশ জুড়ে অভিনয় করবে মানুষেই। এ সিনেমা মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি দেখা যাবে বাংলাদেশেও। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সে আভাসই দিয়েছে।
জেরি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ বিড়াল টম। দুষ্টু জেরিকে শায়েস্তা করতে একদিন ইঁদুরধরা যন্ত্রের ভেতর পনির দিয়ে ফাঁদ পাতল সে। জেরি তো আর অত বোকা নয়। টম চলে ডালে ডালে, জেরি চলে পাতায় পাতায়। ফাঁদে পা না দিয়ে ঠিকই সে চেটেপুটে খেয়ে নিল সেই পনির। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। টমকে নাস্তানাবুদ করেই ছাড়ছে জেরি। দশকের পর দশক সেসব দেখে হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে শিশু, তরুণ, যুবক, বৃদ্ধরা। ৮০ বছর ধরে পৃথিবীর মানুষকে নিষ্ঠার সঙ্গে আনন্দ দিয়ে যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় দুই কার্টুন চরিত্র। ১৯৪০ সালের এই দিনে উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা প্রথম দর্শকের সামনে আনেন টম ও জেরিকে। ১৯৫৮ সাল পর্যন্ত তাঁরা নির্মাণ করেছিলেন কার্টুনটির ১১৪টি পর্ব। আর তা এই ১৮ বছরে একাডেমি পুরস্কারে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র বিভাগে সাতবার জিতে নিয়েছিল সেরার পুরস্কার। ‘টম অ্যান্ড জেরি’র প্রথম পর্ব পুসি গেটস দ্য বুট থিয়েটারে দেখানো হয় ১০ ফেব্রুয়ারি। নির্মাতা হানা ও বারবেরা দুজনের বয়সই তখন ৩০-এর নিচে। শুরুতে টমের নাম ছিল জাসপার আর জেরির জিঙ্কস। প্রথম পর্বের শুরুতে টম জেরির লেজ নিয়ে খেলা করত, জেরিকে বল বানিয়ে ক্যাচ ক্যাচ খেলত। প্রথম পর্বটিই জিতে নেয় অস্কার এবং কোটি কোটি মানুষের হৃদয়।