১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পিএসজি শিবিরে হতাশা

লিগ ওয়ানের ম্যাচে রবিবার মার্সেইয়ের বিপক্ষে ঊরুর চোট পান আনহেল ডি মারিয়া। মঙ্গলবার ফরাসি চ্যাম্পিয়ন দলের কোচ মাউরিসিও পচেত্তিনো জানালেন, বার্সেলোনার মাঠে তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাচ্ছে না তারা।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে পচেত্তিনো নিশ্বিচত করলেন, ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পের ম্যাচে থাকবেন না ডি মারিয়া। ওই খেলায় তার অভাববোধ হলেও দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ, ‘আনহেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের আছে একটা বড় দল, যেখানে আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা আছে।’

৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আগামীকাল বুধবার কাঁর বিপক্ষে ফরাসি কাপ ও নিসের সঙ্গে শনিবারের লিগ ওয়ানের ম্যাচ খেলতে পারবেন না। বার্সেলোনা থেকে পিএসজি ফেরার পাঁচ দিন পর মোনাকোর বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে ডি মারিয়াকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

পিএসজি শিবিরে হতাশা

প্রকাশিত : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

লিগ ওয়ানের ম্যাচে রবিবার মার্সেইয়ের বিপক্ষে ঊরুর চোট পান আনহেল ডি মারিয়া। মঙ্গলবার ফরাসি চ্যাম্পিয়ন দলের কোচ মাউরিসিও পচেত্তিনো জানালেন, বার্সেলোনার মাঠে তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাচ্ছে না তারা।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে পচেত্তিনো নিশ্বিচত করলেন, ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পের ম্যাচে থাকবেন না ডি মারিয়া। ওই খেলায় তার অভাববোধ হলেও দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ, ‘আনহেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের আছে একটা বড় দল, যেখানে আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা আছে।’

৩২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আগামীকাল বুধবার কাঁর বিপক্ষে ফরাসি কাপ ও নিসের সঙ্গে শনিবারের লিগ ওয়ানের ম্যাচ খেলতে পারবেন না। বার্সেলোনা থেকে পিএসজি ফেরার পাঁচ দিন পর মোনাকোর বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে ডি মারিয়াকে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার