আগেরদিন ব্যক্তিগত ১৯৬ রানে কুশল মেন্ডিসকে ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম। মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি না মেন্ডিস। এবার দিনেশ চান্দিমালের সেঞ্চুরি ঠেকালেন তিনি। ৮৭ রানে লঙ্কান অধিনায়ককে সাজঘরে পাঠিয়েছেন তাইজুল।
দিনের প্রথম উইকেট হিসেবে সেঞ্চুরিয়ান রোশেন সিলভা ফিরে যাওয়ার পর নিরোশান ডিকভেল্লাকে নিয়েও ৬৩ রানের জুটি গড়ে ফেলেছিলেন চান্দিমাল। কিন্তু তাইজুলে বেশ কিছুটা টার্ন নেয়া নিচু বলে সরাসরি বোল্ড হয়ে যান তিনি। ফেরার আগে করেন ৮৭ রান। ১৩ রানের জন্য ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি মিস করে লঙ্কান অধিনায়ক। তবে চান্দিমাল ফিরলেও ওয়ানডে স্টাইলে খেলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ডিকভেল্লা। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে লম্বা সময়ের অপেক্ষার পর উইকেটের দেখা পায় বাংলাদেশ। স্বাগতিকদের উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরিয়ান রোশেন সিলভাকে ফেরান ডানহাতি অফস্পিনার। যাওয়ার আগে অবশ্য নিজের প্রথম টেস্ট শতক তুলে দলের জন্য কাজের কাজটা করে গেছেন লঙ্কান ব্যাটসম্যান।
অফস্ট্যাম্পের বাইরের বল কাট করতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন সিলভা। ফেরার আগে ২৩০ বলে ১০৯ রান করে গেছেন। আর চান্দিমালের সঙ্গে ১৩৫ রানের জুটি ছিল।
তার আগে সকাল সকাল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে টপকে লিড নেয় শ্রীলঙ্কা। ৯ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন শুরু করা অতিথিরা চতুর্থদিনের তৃতীয় ওভারেই ছাড়িয়ে যায় টাইগারদের সংগ্রহ।
শনিবার সকালে একপ্রান্তে মোস্তাফিজুর রহমান, আরেক প্রান্তে মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ। মিরাজে আসে সাফল্য।
১৭৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৫৭/৫। নিরোশান ডিকভেল্লা ৫৭ ও পেরেরা ১৬ রানে ব্যাট করছেন। সফরকারীরা ১৪৪ রানে এগিয়ে থেকে লাঞ্চে গেছে। প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।


























