০১:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সাতক্ষীরা পৌরসভায় বিএনপি-র প্রার্থী তাসকিন আবার জয়ী

তাসকিন

সাতক্ষীরা পৌরসভায় আবারও বিএনপি প্রার্থী জয়লাভ। আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম ৩৭ টি কেন্দ্র ভোট গ্রহন চলে।বিএনপি-র তাসকিন আহম্মেদ চিশতী ধানের শীষ, আওয়ামীলীগের প্রার্থী শেখ নাছেরুল হক নৌকা,স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু নারেকেল গাছ,সহ জামাতের প্রার্থীও মেয়র পদে নির্বাচন করেছে।
বেসরকারী ফলাফল ঘোষণায় মেয়র ধানের শীষের তাসকিন আহম্মেদ চিশতি জয় লাভ করেছে। কাউন্সিলর কায়সুজ্জামান হিমেল, সৈয়েদ মাহমুদ পাপা,আইনুল ইসলাম নান্টা, কাজী ফিরোজ হাসান, আনোয়ার হোসেন মিলন,শেখ মারুফ হোসেন শাওন, জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শেখ শফিক উদৌলা সাগর বিজয়ী হয়েছে।
নির্বাচন কমিশন এখনো ফলাফল ঘোষণা করেনি।তবে প্রাপ্ত তথ্য নিয়ে আবারও জানাবো।এ প্রর্যন্ত ৩৪ টি কেন্দ্রের ফলাফলা নৌকা ১১ হাজার ৮ শ ৮৮.ধানের শীষ ২১ হাজার ৯ শ ৮৮.নারকেল গাছ ১২ হাজার ৩১,জামাতের জগ ২ হাজার ৪ শ ৮৩ ভোট পেয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সাতক্ষীরা পৌরসভায় বিএনপি-র প্রার্থী তাসকিন আবার জয়ী

প্রকাশিত : ০৭:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

সাতক্ষীরা পৌরসভায় আবারও বিএনপি প্রার্থী জয়লাভ। আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম ৩৭ টি কেন্দ্র ভোট গ্রহন চলে।বিএনপি-র তাসকিন আহম্মেদ চিশতী ধানের শীষ, আওয়ামীলীগের প্রার্থী শেখ নাছেরুল হক নৌকা,স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু নারেকেল গাছ,সহ জামাতের প্রার্থীও মেয়র পদে নির্বাচন করেছে।
বেসরকারী ফলাফল ঘোষণায় মেয়র ধানের শীষের তাসকিন আহম্মেদ চিশতি জয় লাভ করেছে। কাউন্সিলর কায়সুজ্জামান হিমেল, সৈয়েদ মাহমুদ পাপা,আইনুল ইসলাম নান্টা, কাজী ফিরোজ হাসান, আনোয়ার হোসেন মিলন,শেখ মারুফ হোসেন শাওন, জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, শেখ শফিক উদৌলা সাগর বিজয়ী হয়েছে।
নির্বাচন কমিশন এখনো ফলাফল ঘোষণা করেনি।তবে প্রাপ্ত তথ্য নিয়ে আবারও জানাবো।এ প্রর্যন্ত ৩৪ টি কেন্দ্রের ফলাফলা নৌকা ১১ হাজার ৮ শ ৮৮.ধানের শীষ ২১ হাজার ৯ শ ৮৮.নারকেল গাছ ১২ হাজার ৩১,জামাতের জগ ২ হাজার ৪ শ ৮৩ ভোট পেয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ