১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

অন্যরকম ভালোবাসায় সিক্ত হলেন ভূরুঙ্গামারীর প্রবীণরা

বিশ্ব ভালোবাসা দিবসে অন্য রকম ভালোবাসায় সিক্ত হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বয়স্ক নাগরিকরা। “জোয়ান বাঁচে উপার্জনে, বৃদ্ধ বাঁচে বিনোদনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ভালোবাসা দিবসে বয়স্ক নাগরিকদের একটুখানি ভালোবাসার পরশ দিতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে প্রবীণদের জন্য ব্যতিক্রম এই মিলন মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। “সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ” নামক সংগঠনের ভূরুঙ্গামারী উপজেলা শাখা পাটেশ্বরী বরকতীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ এই মিলন মেলার আয়োজন করে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, একটা সময় বয়স্ক নাগরিকরা একাকিত্বে ভোগেন। তাদের এই সময়টাতে আমাদের প্রত্যেককে তাদের পাশে থাকা উচিত। তাদেরকে হাসি-খুশি রাখার জন্য বিনোদনের ব্যবস্থা করা খুব কঠিন কিছু নয়। তিনি আরও বলেন, বয়স্ক ব্যক্তিরা তাদের সন্তাদের দ্বারা অযত্ন ও অবহেলার শিকার হলে পুলিশের নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিক ডেস্কে অভিযোগ জানানোর আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, ওসি মুহা. আতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাটেশ্বরী বরকতীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। মিলন মেলায় আগত মঞ্জুয়ারা বেগম, আয়শা খাতুন, নজরুল ইসলাম ও গোলজার আলী তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, এখানে এসে অনেকের সাথে দেখা হওয়ায় বেশ ভালো লাগছে। অনেক বছর পর গ্রাম্য খেলাধুলায় অংশগ্রহন করলাম। প্রতিবছর এরকম অনুষ্ঠান করার জন্য অনুরোধ করেন তারা। সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইকন ট্যুরস্ এন্ড ট্রাভেলসের সিইও আসাদুজ্জামান আসাদ জানান, বয়স্ক নাগরিকরা বছরে অন্তত একটা দিন যেন হাসিখুশিতে থাকতে পারেন সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বয়স্ক নাগরিকদের জন্য বিনোদনের আয়োজন দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে তিনি দেশের প্রতিটি উপজেলায় একটি করে সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট ক্লাব প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ট্যাগ :

অন্যরকম ভালোবাসায় সিক্ত হলেন ভূরুঙ্গামারীর প্রবীণরা

প্রকাশিত : ১২:২৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

বিশ্ব ভালোবাসা দিবসে অন্য রকম ভালোবাসায় সিক্ত হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বয়স্ক নাগরিকরা। “জোয়ান বাঁচে উপার্জনে, বৃদ্ধ বাঁচে বিনোদনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ভালোবাসা দিবসে বয়স্ক নাগরিকদের একটুখানি ভালোবাসার পরশ দিতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে প্রবীণদের জন্য ব্যতিক্রম এই মিলন মেলার উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। “সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ” নামক সংগঠনের ভূরুঙ্গামারী উপজেলা শাখা পাটেশ্বরী বরকতীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ এই মিলন মেলার আয়োজন করে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, একটা সময় বয়স্ক নাগরিকরা একাকিত্বে ভোগেন। তাদের এই সময়টাতে আমাদের প্রত্যেককে তাদের পাশে থাকা উচিত। তাদেরকে হাসি-খুশি রাখার জন্য বিনোদনের ব্যবস্থা করা খুব কঠিন কিছু নয়। তিনি আরও বলেন, বয়স্ক ব্যক্তিরা তাদের সন্তাদের দ্বারা অযত্ন ও অবহেলার শিকার হলে পুলিশের নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিক ডেস্কে অভিযোগ জানানোর আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শওকত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, ওসি মুহা. আতিয়ার রহমান, সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, পাটেশ্বরী বরকতীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। মিলন মেলায় আগত মঞ্জুয়ারা বেগম, আয়শা খাতুন, নজরুল ইসলাম ও গোলজার আলী তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, এখানে এসে অনেকের সাথে দেখা হওয়ায় বেশ ভালো লাগছে। অনেক বছর পর গ্রাম্য খেলাধুলায় অংশগ্রহন করলাম। প্রতিবছর এরকম অনুষ্ঠান করার জন্য অনুরোধ করেন তারা। সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট কেয়ার অব বাংলাদেশ” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইকন ট্যুরস্ এন্ড ট্রাভেলসের সিইও আসাদুজ্জামান আসাদ জানান, বয়স্ক নাগরিকরা বছরে অন্তত একটা দিন যেন হাসিখুশিতে থাকতে পারেন সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বয়স্ক নাগরিকদের জন্য বিনোদনের আয়োজন দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে তিনি দেশের প্রতিটি উপজেলায় একটি করে সিনিয়র সিটিজেন ইন্টারটেইনমেন্ট ক্লাব প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানান।