০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যে সকল ইটভাটা পরিবেশ বান্ধব নয় এবং অবৈধ, সেগুলো বন্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।

রোববার মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। প্রতিবন্ধি শিশু জন্ম নেওয়ার অন্যতম কারণ ইটভাটা গুলোর বিষাক্ত ধোঁয়া। ইটভাটার মাধ্যমে যেন পরিবেশের দূষণ না ঘটে সেজন্য পরিবেশবান্ধব ইটভাটা ছাড়া অন্য ভাটাগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া লোকালয়ের মধ্যে কোনো ধরনের ইটভাটা থাকলে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিমন্ত্রী এ সময়, পরিবেশের সুরক্ষায় বেশি পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দেন।জেলখানায় বন্দিদের সংশোধনমূলক ও গঠনমূলক কর্মসূচির আওতায় আনার গুরুত্বারোপ করে ফরহাদ হোসেন বলেন, জেলখানায় যারা বন্দি রয়েছেন তাদের বিভিন্ন সংশোধনমূলক ও গঠনমূলক কর্মসূচির আওতায় আনতে হবে। যাতে তারা সাজাভোগ শেষে নতুন করে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়েন এবং সমাজে সুস্থ-স্বাভাবিকভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন। এ ছাড়াও প্রতিমন্ত্রী বন্দিদের কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকা-ে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২:০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যে সকল ইটভাটা পরিবেশ বান্ধব নয় এবং অবৈধ, সেগুলো বন্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।

রোববার মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। প্রতিবন্ধি শিশু জন্ম নেওয়ার অন্যতম কারণ ইটভাটা গুলোর বিষাক্ত ধোঁয়া। ইটভাটার মাধ্যমে যেন পরিবেশের দূষণ না ঘটে সেজন্য পরিবেশবান্ধব ইটভাটা ছাড়া অন্য ভাটাগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া লোকালয়ের মধ্যে কোনো ধরনের ইটভাটা থাকলে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিমন্ত্রী এ সময়, পরিবেশের সুরক্ষায় বেশি পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দেন।জেলখানায় বন্দিদের সংশোধনমূলক ও গঠনমূলক কর্মসূচির আওতায় আনার গুরুত্বারোপ করে ফরহাদ হোসেন বলেন, জেলখানায় যারা বন্দি রয়েছেন তাদের বিভিন্ন সংশোধনমূলক ও গঠনমূলক কর্মসূচির আওতায় আনতে হবে। যাতে তারা সাজাভোগ শেষে নতুন করে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়েন এবং সমাজে সুস্থ-স্বাভাবিকভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারেন। এ ছাড়াও প্রতিমন্ত্রী বন্দিদের কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী কর্মকা-ে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।