আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বাস্তবভিত্তিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রীর মতে, বিএনপি জামাতের এজেন্ট হিসেবে কাজ করে ভুয়া তথ্য ছড়িয়ে দেশের মধ্যে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই এমন গুজব ছড়ানো হচ্ছে। ‘আল জাজিরা কেন এই অপপ্রচারে নামল’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু একটা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল। মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই অপচেষ্টা। কামালের মতে, গোপনে ফোনে কে কি বলল, তা প্রচার করে দেওয়া সাংবাদিকতার কাজ নয়। আমি মনে করি বাংলাদেশ এ সব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়েছে। আল জাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।
০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- 40
ট্যাগ :
জনপ্রিয়