চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে এদেশ স্বাধীনতা লাভ করেন। তারই সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছেন। এসব দৃশ্য মান প্রকল্পের কেউ কখনো কল্পনা ও করেনি । ফটিকছড়িতে ৬ শত ভূমি ও গৃহহীন পরিবার আজ ঘর পাচ্ছে। এসব ঘরের পরিবার গুলো সব ধরণের সুবিধা পাবে। আশ্রয়নে আসা সকলে কুঠির শিল্প কারখানা গড়ে তুলে আয় রোজগারের ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, এসরকারের সময় এ উপজেলায় আরো ২২ হাজার ঘর হবে। উপজেলার ১৭টি চা বাগান গ্যাস সংযোগ পাবে ও আবাসনের সকলের যাতায়তের জন্য সড়কপাকা করা হবে। উপজেলার উন্নয়নে যা যা করতে হয় সব করা হবে। তিনি আরো বলেন, কে কোন দল করে সেটি দেখে ঘর দেয়া হয়নি। যার প্রাপ্য তাকে দেয়া হচ্ছে। গৃহ ও ভূমিহীন এ এলাকায় ব্যক্তিগত ভাবে মসজিদ নির্মাণ করে দেব। তিনি ১৫ ফেব্রুয়ারী সোমবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভূমি ও গৃহহীন ২৬ টি ঘর বুঝিয়ে দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবব্যে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিনের। অন্যদিকে একই দিন দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নে এলজিইডি বাস্তবায়িত ৬টি এবং ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের ৩টি সহ মোট ৯ টি প্রকল্প কাজের উদ্ভোধন উপলক্ষে পাইন্দং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন। ইউপি সদস্য মোঃ আনোয়ারুল আজিমের সঞ্চালনায় উক্ত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা পরিষদের মহিলাভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। উপজেলা প্রকৌশলী মো: হেদায়েত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবুল হোসেন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, আওয়ামীলীগ নেতা তছলিম বিন জহুর, যুবলীগ নেতা মো: মোর্শেদ, মো: আবদুল মালেক ও বিটিএফ নেতা আলমগীর আলম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
পাইন্দং ইউপিতে নয়টি প্রকল্পের উদ্ভোধন,নিজস্ব টাকায় নির্মিত হবে মসজিদ
-
ইকবাল হোসেন মনজু, ফটিকছড়ি
- প্রকাশিত : ১২:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- 60
ট্যাগ :
জনপ্রিয়