০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মডেল হবে চট্টগ্রাম: চসিক মেয়র

চট্টগ্রাম সিটিকে একটি পরিকল্পিত শহরের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ উন্নয়ন কাজের প্রয়োজনে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে যে কারো পরামর্শ নিতে সংকীর্ণতা নেই বলে দাবি করেছেন তিনি। গতকাল দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চসিকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলে দিয়েছি। চট্টগ্রামকে নতুন করে সাজাতে সিটি করপোরেশনের পাশাপাশি সব সরকারি-বেসরকারি সংস্থার দায়দায়িত্ব রয়েছে। পুরনো ধারণা থেকে বেরিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব।

নবনির্বাচিত মেয়র আরো বলেন, আমি সবার মেধাকে কাজে লাগাতে চাই। রাস্তার যানজট থেকে বিভিন্ন সমস্যা মেয়রের ওপর এসে পড়ে। এ শহর আমার আপনার সবার। তাই সবার সঙ্গে পরামর্শ করতে চাই, মেধা কাজে লাগাতে চাই। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। কারণ ব্যক্তির চিন্তাচেতনায় ভুল থাকতে পারে। সামষ্টিক চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা নেই।

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মডেল হবে চট্টগ্রাম: চসিক মেয়র

প্রকাশিত : ১২:০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

চট্টগ্রাম সিটিকে একটি পরিকল্পিত শহরের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ উন্নয়ন কাজের প্রয়োজনে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে যে কারো পরামর্শ নিতে সংকীর্ণতা নেই বলে দাবি করেছেন তিনি। গতকাল দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চসিকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলে দিয়েছি। চট্টগ্রামকে নতুন করে সাজাতে সিটি করপোরেশনের পাশাপাশি সব সরকারি-বেসরকারি সংস্থার দায়দায়িত্ব রয়েছে। পুরনো ধারণা থেকে বেরিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব।

নবনির্বাচিত মেয়র আরো বলেন, আমি সবার মেধাকে কাজে লাগাতে চাই। রাস্তার যানজট থেকে বিভিন্ন সমস্যা মেয়রের ওপর এসে পড়ে। এ শহর আমার আপনার সবার। তাই সবার সঙ্গে পরামর্শ করতে চাই, মেধা কাজে লাগাতে চাই। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। কারণ ব্যক্তির চিন্তাচেতনায় ভুল থাকতে পারে। সামষ্টিক চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা নেই।