সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ত্রিদেশীয় টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
প্রথমে টসে জিতে ব্যাট করে নিউজিল্যান্ড। বিলি স্তানলেকের জোড়া আঘতে শুরুতে সাজঘরে ফিরে দুই ওপেনার। আর এতেই হতাশার মেঘ দেখা দেয় নিউজিল্যান্ড শিবিরে। এই মেঘ কেউ তাড়াতে পারেনি। সবাই ছিলেন আসা-যাওয়ার পথে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের পথেই পা বাড়ায় অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে অজিরাও হারায় দুই ওপেনারকে। তাতে অজিদের দলে কিছুটা চিন্তার ভাজ পড়েছিল। তবে তা দীর্ঘায়ি হতে দেননি ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল। পাশাপাশি বৃষ্টিও সহায়তা করে অজিদের। তাই ১১.৩ ওভার মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। পরে বৃষ্টির কারনে আর মাঠে গড়ায়নি খেলা। ফলে র্যাটিং পয়েন্টে জিতে যায় অস্ট্রেলিয়া।


























