ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করেছে বিমা খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০টির মধ্যে ৯টিই বিমা কোম্পানি। এদিন দর বাড়ার শীর্ষে রয়েছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৩৯ বারে ১ লাখ ৬২ হাজার ২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৩৯ বারে ১ লাখ ৬২ হাজার ২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
টপটেন গেইনারে বিমা খাতের আধিপত্য
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১২:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- 47
ট্যাগ :
জনপ্রিয়