এক ইনিংসে ৬৭ দশমিক ৩ ওভার বোলিং করে সবচেয়ে বেশি ওভার করার রেকর্ড গড়লেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে এ রেকর্ড করেন তিনি। অবশ্য, বোলিং করতে করতে ক্লান্ত তাইজুল। ঘাম জড়িয়েই গড়েছেন এ রেকর্ড।
দেশের হয়ে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৬৬ ওভারে ১২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। ২৭ ওভার মেডেন। আজ সাকিবকে টপকে দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড গড়েন তাইজুল। উইকেটও পেয়েছেন ৪টি। ১৩ ওভার মেডেন। তবে রান দিয়েেন সাকিবের তুলনায় অনেক বেশি।


























