লিটন দাসকে সঙ্গে নিয়ে পঞ্চম দিন শুরু করেছে মুমিনুল। টাইগারদের চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে তারা। চতুর্থ দিনের শেষ সেশনে তিন উইকেট হারিয়ে অনেকটা চাপে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও মুমিনুল দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। ৭৮ বলে দুই চার ও এক ছয়ে ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে হারিয়ে ১৫৮ রান। মুমিনুল ৫৪ আর লিটোন দাস ৩৬ রান নিয়ে ব্যাট করছেন। এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ৪২ রানে।
পঞ্চম দিনে ব্যাট করা সাধারণত ব্যাটসম্যানদের জন্য কঠিন হয়ে যায়। তবে এর মধ্যে আশার আলো মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। দুইজনে মিলে চতুর্থ উইকেটে গড়েছেন ৫০ রানের জুটি।


























