০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ড্র হয়ে গেল চট্টগ্রাম টেস্ট

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে লড়াই করে ড্র করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রোববার চট্টগ্রাম জহুর আহম্মেদ স্টেডিয়ামে টেস্টের শেষ দিনে মুমিনুল ও লিটনের দাপুটে ব্যাটিংয়ে টেস্ট ড্র করে স্বাগতিকরা।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট বাঁচিয়েছে বাংলাদেশ। দিনের খেলা ১৭ ওভার বাকি থাকতে ড্র মেনে নিয়েছেন দুই অধিনায়ক। টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক সৌরভ।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা ৭১৩ রান তুলে ২০০ রানের লিড নেয়। জবাবে শনিবার টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানেই তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে স্বাগতিক বাংলাদেশ। শেষ দিনে লঙ্কানদের চেয়ে ১১৯ রান পিছিয়ে থেকে সকালে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিন শেষে ১৮ রান অপরাজিত থাকা মুমিনুলের সাথে নতুন ব্যাটসম্যান হিসাবে সকালে ব্যাটিং শুরু করেন লিটন কুমার।

দুজনে মিলে ১৮০ রানের অসাধারণ জুটি উপহার দেন। মুমিনুল হক সৌরভ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস। এর আগে আর কোনো ব্যাটসম্যান টেস্টে টানা দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারেনি। রেকর্ড গড়ে দলীয় ২৬১ রানের মাথায় ব্যক্তিগত ১০৫ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মুমিনুল। তার ১৭৪ বলের ইনিংসে পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় মার রয়েছে।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যান লিটন। শেষ পর্যন্ত মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৭৯ রানে ব্যক্তিগত ৯৪ রান করে হেরাতের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন লিটন। এরপর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ইনিংসে ১০০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান তুলে শ্রীলঙ্কার চেয়ে ১০৭ রানে এগিয়ে স্বাগতিকরা। এরপর দুই দলই ড্র মেনে নয়। মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও মোসাদ্দেক হোসেন ৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫১৩ রান। মুমিনুল ১৭৬, মুশফিক ৯২ এবং মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৮৩ রানে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে। ১৯৬ রান করেন কুশল মেন্ডিস, ১৭৩ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ১০৯ রান করেন রোশেনা সিলভা।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ড্র হয়ে গেল চট্টগ্রাম টেস্ট

প্রকাশিত : ০৬:৪৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে লড়াই করে ড্র করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রোববার চট্টগ্রাম জহুর আহম্মেদ স্টেডিয়ামে টেস্টের শেষ দিনে মুমিনুল ও লিটনের দাপুটে ব্যাটিংয়ে টেস্ট ড্র করে স্বাগতিকরা।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্ট বাঁচিয়েছে বাংলাদেশ। দিনের খেলা ১৭ ওভার বাকি থাকতে ড্র মেনে নিয়েছেন দুই অধিনায়ক। টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক সৌরভ।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা ৭১৩ রান তুলে ২০০ রানের লিড নেয়। জবাবে শনিবার টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানেই তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে স্বাগতিক বাংলাদেশ। শেষ দিনে লঙ্কানদের চেয়ে ১১৯ রান পিছিয়ে থেকে সকালে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। আগের দিন শেষে ১৮ রান অপরাজিত থাকা মুমিনুলের সাথে নতুন ব্যাটসম্যান হিসাবে সকালে ব্যাটিং শুরু করেন লিটন কুমার।

দুজনে মিলে ১৮০ রানের অসাধারণ জুটি উপহার দেন। মুমিনুল হক সৌরভ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন। যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস। এর আগে আর কোনো ব্যাটসম্যান টেস্টে টানা দুই ইনিংসেই সেঞ্চুরি করতে পারেনি। রেকর্ড গড়ে দলীয় ২৬১ রানের মাথায় ব্যক্তিগত ১০৫ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মুমিনুল। তার ১৭৪ বলের ইনিংসে পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কায় মার রয়েছে।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যান লিটন। শেষ পর্যন্ত মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৭৯ রানে ব্যক্তিগত ৯৪ রান করে হেরাতের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন লিটন। এরপর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ইনিংসে ১০০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান তুলে শ্রীলঙ্কার চেয়ে ১০৭ রানে এগিয়ে স্বাগতিকরা। এরপর দুই দলই ড্র মেনে নয়। মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও মোসাদ্দেক হোসেন ৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫১৩ রান। মুমিনুল ১৭৬, মুশফিক ৯২ এবং মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৮৩ রানে। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে। ১৯৬ রান করেন কুশল মেন্ডিস, ১৭৩ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং ১০৯ রান করেন রোশেনা সিলভা।