শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮ই ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে এ টেস্ট। ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেলেন সাব্বির রহমান। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সানজামুল ইসলাম ও রুবেল হোসেন।
দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল-
মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল হোসেন, সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, আবদুর রাজ্জাক, নাঈম হাসান, তানভীর হায়দার।
উল্লেখ্য, মুমিনুল হকের সেঞ্চুরি আর লিটন দাসের ৯৪ রানে ভর করে দাপটের সঙ্গেই ড্রয়ের মুখ দেখলো চট্টগ্রাম টেস্ট। দিনের ১৭ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেন দুই অধিানয়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দিনেশ চান্ডিমাল।


























