ভায়রা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের অধিনে খেলছেন মুশফিক। দুই ম্যাচের টেষ্ট সিরিজের প্রথম ম্যাচে ইতিমধ্যে দাপটের সাথেই ড্র করেছে বাংলাদেশ। টেষ্ট অধিনায়কত্ব হারানোর পর নিজেদের প্রথম সিরিজ নয়া অধিনায়ক সাকিব আল হাসানের অধিনে খেলার কথা ছিল মুশফিকদের। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের অপ্রত্যাশিত ইনজুরির কারনে মাহমুদউল্লাহ দলের নেতৃত্ব দিচ্ছেন।
চিটাগংয়ের মরা উইকেটে বোলারদের জন্য ছিল না কিছুই। সাবলীলভাবে ব্যাটিং করছিল লঙ্কান ব্যাটসম্যানেরা।তাদের সিঙ্গেল-ডাবলগুলো ঠেকাতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিলেন অধিনায়ক রিয়াদ। একটি নির্দিষ্ট ফিল্ডিং না সাজিয়ে বারবার পরিবর্তন এনছেন। ফিল্ডিং পরিবর্তনের দিকে তাই সব সময় নজর রাখতে হয়েছে হাতুরুর শীর্ষদের। চট্টগ্রাম টেস্টে অধিনায়ক রিয়াদের এই কৌশলে মুগ্ধ সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হয় সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদের।
সেই ম্যাচ নিয়ে মঙ্গলবার (৬ই জানুয়ারী) মিরপুরে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘আমার কাছে ওনার অধিনায়কত্ব খুবই ভালো লেগেছে। আর এমন কিছু সিদ্ধান্ত ছিল, যা (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই সব সময়ই নেন। ঘরোয়া পর্যায়ে, বিপিএলেও তিনি খুব ভালো অধিনায়কত্ব করেছেন।”
প্রথম ইনিংসে অপরাজিত ৮৩ রান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২৮ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসের ৮৩ প্রায় আট বছরের মধে টেস্টে তার সর্বোচ্চ। মুশফিক মনে করেন, নেতৃত্ব থাকলে সব সময় তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করেন।
‘রিয়াদ ভাই অধিনায়ক থাকলে তার পারফরম্যান্সটাও অন্য রকম হয়। যা তিনি বিশ্বাস করেন তাই বলেন। এটা আমাকেও অনুপ্রাণিত করেছে। পুরো দলই তার অধীনে খেলার জন্য মুখিয়ে আছে।’
উল্লেখ্য, চোটের কারেন সিরিজের দ্বিতীয় ও শেষ টেষ্টে দলে থাকবেন না সাকিব। তার পরিবর্তে দ্বিতীয় টেষ্টেও নেতৃত্ব দিবেন রিয়াদ।


























