০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

দীর্ঘদিন যাবত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল প্রকার নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

৯ ই মার্চ ( মঙ্গলবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।উক্ত সভায় থেকে মন্ত্রণালয় কর্তৃক আরোপিত নিষধাজ্ঞাকে অযৌক্তিক ব্যাখ্যা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবী করেন। অন্যথায়, এপ্রিল থেকে আবারও অনিদিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষনা দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বববিদ্যালয়ের শিক্ষকগণ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। অত্যান্ত পরিতাপের বিষয় এই যে, নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত ৬০ জন অস্থায়ী শিক্ষককে স্থায়ী করা যাচ্ছে না। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে যাওয়ায় শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা যাচ্ছে।

এছাড়াও অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে মানসম্মত পাঠদান সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নতুন নিয়োগ বন্ধ থাকায় বিভাগ পরিচালনায় পর্যাপ্ত শিক্ষক নেই বলে অনেক বিভাগের শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটিতে যেতে পারছেন না।

বক্তারা আরো বলেন, নিয়োগ নিষেধাজ্ঞা, পদন্নোতি ও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় অস্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নিয়োগ নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এসময়ে মার্চের মধ্যে প্রশাসনের নিকট নোবিপ্রবির উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম প্রদান করেন বক্তারা। অন্যথায় এপ্রিল থেকে ক্লাস বর্জন সহ আরো কঠোর আন্দোলনে যাওয়ার কথা ঘোষনা করা হয়।

উক্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিজ্ঞান শিক্ষক সমিতি-২০২০ এর সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক জনাব মো: মজনুর রহমান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) সহ শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নোবিপ্রবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত : ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

দীর্ঘদিন যাবত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আরোপিত সকল প্রকার নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

৯ ই মার্চ ( মঙ্গলবার) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।উক্ত সভায় থেকে মন্ত্রণালয় কর্তৃক আরোপিত নিষধাজ্ঞাকে অযৌক্তিক ব্যাখ্যা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবী করেন। অন্যথায়, এপ্রিল থেকে আবারও অনিদিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষনা দেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বববিদ্যালয়ের শিক্ষকগণ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। অত্যান্ত পরিতাপের বিষয় এই যে, নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত ৬০ জন অস্থায়ী শিক্ষককে স্থায়ী করা যাচ্ছে না। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে যাওয়ায় শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা যাচ্ছে।

এছাড়াও অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে মানসম্মত পাঠদান সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নতুন নিয়োগ বন্ধ থাকায় বিভাগ পরিচালনায় পর্যাপ্ত শিক্ষক নেই বলে অনেক বিভাগের শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটিতে যেতে পারছেন না।

বক্তারা আরো বলেন, নিয়োগ নিষেধাজ্ঞা, পদন্নোতি ও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় অস্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নিয়োগ নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এসময়ে মার্চের মধ্যে প্রশাসনের নিকট নোবিপ্রবির উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম প্রদান করেন বক্তারা। অন্যথায় এপ্রিল থেকে ক্লাস বর্জন সহ আরো কঠোর আন্দোলনে যাওয়ার কথা ঘোষনা করা হয়।

উক্ত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিজ্ঞান শিক্ষক সমিতি-২০২০ এর সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক জনাব মো: মজনুর রহমান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ) সহ শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ