শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমে বোলিং করছে বাংলাদেশ।
স্কোর: শ্রীলঙ্কা ৯৬/৩ (২৭.২ ওভারে)।
ডি সিলভাকে ফেরালেন তাইজুল: রাজ্জাকের পর লঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানলেন আরেক ওপেনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৬তম ওভারে তাইজুলের করা তৃতীয় বলে ফেরেন ডি সিলভা। তাইজুলের লেন্থ বল ডি সিলভার ব্যাটের কাঁনা ছুঁয়ে স্লিপে থাকা সাব্বিরের হাতে জমা হলে দ্বিতীয় উইকেটের পতন হয় সফরকারীদের।ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরেছেন ডি সিলভা।
৪ বছর পর রাজ্জাকের উইকেট: দীর্ঘ চার বছর পর টেস্ট একাদশে জায়গা পেয়েই উইকেট পেলেন রাজ্জাক। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে রাজ্জাকের বল এগিয়ে মারতে এসে আসেন করুনারত্নে। ব্যাটে-বলে সংযোগ না হওয়া বল উইকেটের পিছনে চলে যায়। এ সময় উইকেটরক্ষক লিটন দাস বল ধরে স্ট্যাম্প ভেঙে দিলে ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফিরতে হয় করুনারত্নেকে।
টস: টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন: মোসাদ্দেক হোসেন সৈকত এবং সানজামুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে ঢাকা টেস্ট থেকে। চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন তারা। তাদের পরিবর্তে দলে এসেছেন সাব্বির রহমান ও আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলেও পরিবর্তন দুটি: বাংলাদেশের মতো শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার লাকশান সান্দাকানের জায়গায় এসেছেন আকেলা ধনাঞ্জয়া। ব্যাটসম্যান বাড়িয়ে বোলার কমিয়েছে শ্রীলঙ্কা। দলে নেওয়া হয়েছে ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। পেসার লাহিরু কুমারাকে একাদশের বাইরে রাখা হয়েছে।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশন সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকাভেলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকেলা ধনাঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল।
ফিরলেন রাজ্জাক: ২০১৪ সালে আব্দুর রাজ্জাক শেষ টেস্ট খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। চার বছর পর সেই রাজ্জাক আবারও ফিরলেন জাতীয় দলে, সেই শ্রীলঙ্কার বিপক্ষেই। ১২ টেস্টে ২৩ উইকেট পাওয়া রাজ্জাক জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরেছেন। এ সময়ে ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত খেলে গেছেন ৩৫ বছর বয়সি এ ক্রিকেটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন পাঁচশ উইকেট। দলে সাকিব নেই। অভিজ্ঞ রাজ্জাকই তাই ভরসা।
ফল পেতে চায় দুই দল: চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট থেকেছে অমীমাংসিত। ঢাকা টেস্টে ফল পেতে প্রত্যয়ী দুই দল। শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল ও বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দুজনই বলেছেন, ঢাকা টেস্টে বের হবে ফল।’ ঘরের মাঠে বাংলাদেশ ২০১৪ সালের পর জিতেনি কোনো টেস্ট সিরিজ। শেষবার জিম্বাবুয়েকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে তিন বছরের আক্ষেপ দূর করতে চায় বাংলাদেশ।
হেরাথের প্রয়োজন চার উইকেট: মাত্র ৪ উইকেট পেলেই টেস্ট ইতিহাসের সবচেয়ে সফলতম বাঁহাতি বোলার (উইকেট সংখায়) হয়ে যাবেন শ্রীলঙ্কান স্পিনার। যেটি এখন পাকিস্তানের ওয়াসিম আকরামের দখলে। পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেসার ১০৪ টেস্টে নিয়েছিলেন ৪১৪ উইকেট। ৮৮ টেস্টে ৪১১ উইকেট হেরাথের।
বিজনেস বাংলাদেশ/কমল


























