সুনাম গঞ্জের শাল্লা উপজেলার নোঁয়াগাও গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকাল ১১টায় প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থীরা ও কর্মকর্তারা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনুপ কুমার অধিকারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, সাবেক প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক গৌতম কুমার দাস, ড. ধনঞ্জয় কুমার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















