০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শ্রীলঙ্কান কোচের মুখে রাজ্জাকের প্রশংসা

সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে মেন্ডিস ও সিলভা ছাড়া বাদ বাকিরা ভালো ইনিংস খেলতে পারেনি। এককথায় বলতে গেলে, মরা উইকেটের কঠিন ফাঁদে পড়ে কোন রকম বেঁচেছে সফরকারীরা।

তবে মিরপুর টেস্টে এক ইনিংসে ২৪০-২৫০ ভালো স্কোর বলে অভিহত করেন দলের ব্যাটিং কোচ সামারাবিরা। বলেছেন, ’আনপ্লেয়েবল উইকেটে ২৪০-২৫০ রান অনেক ভালো। মিরপুরে মাঠকে ইতোমধ্যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও আনপ্লেয়েবল বলেছে।’

আসলে কি তাই? লঙ্কান ব্যাটসম্যানরা খারাপ খেলেছে বলে মান রক্ষায় এমন যুক্তি দাঁড় করালেন তাদের ব্যাটিং কোচ সামারাবিরা! উত্তর, মোটেও না। কারণ সফরকারীদের ছোট্ট টার্গেট টপকাতে গিয়ে প্রথম সেশনেই রীতিমত চার উইকেট হারিয়ে লজ্জায় লালে লাল বাংলাদেশ। ব্যাকফুটের অতল গহ্বরে তলিয়ে গেছে তাদের টপঅর্ডার। শুরুর সেশনে তাদের সংগ্রহ এখন ৫৪ রানে চার উইকেট।

তবে প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে মিরপুর ও ঢাকা টেস্ট নিয়ে কথা বলেন সামারাবিরা। বলেছেন, ‘ঢাকা ও চট্টগ্রামের উইকেট বিস্তর ফাঁরাক। এক জায়গায় মরা উইকেট অন্য জায়গায় রানের ছড়াছড়ি।’

সর্বশেষ টাইগার স্পিনার আব্দুর রাজ্জাকের ভূয়সী প্রশাংসাও করেন তিনি। বলেছেন, ‘তিনি সম্ভবত চার বছর পর জাতীয় দলের ফিরেছেন। আর ফিরেই তো অসাধারণ বোলিং করেছে। আসলে এটি প্রশংসনীয়।’

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শ্রীলঙ্কান কোচের মুখে রাজ্জাকের প্রশংসা

প্রকাশিত : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮

সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে মেন্ডিস ও সিলভা ছাড়া বাদ বাকিরা ভালো ইনিংস খেলতে পারেনি। এককথায় বলতে গেলে, মরা উইকেটের কঠিন ফাঁদে পড়ে কোন রকম বেঁচেছে সফরকারীরা।

তবে মিরপুর টেস্টে এক ইনিংসে ২৪০-২৫০ ভালো স্কোর বলে অভিহত করেন দলের ব্যাটিং কোচ সামারাবিরা। বলেছেন, ’আনপ্লেয়েবল উইকেটে ২৪০-২৫০ রান অনেক ভালো। মিরপুরে মাঠকে ইতোমধ্যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও আনপ্লেয়েবল বলেছে।’

আসলে কি তাই? লঙ্কান ব্যাটসম্যানরা খারাপ খেলেছে বলে মান রক্ষায় এমন যুক্তি দাঁড় করালেন তাদের ব্যাটিং কোচ সামারাবিরা! উত্তর, মোটেও না। কারণ সফরকারীদের ছোট্ট টার্গেট টপকাতে গিয়ে প্রথম সেশনেই রীতিমত চার উইকেট হারিয়ে লজ্জায় লালে লাল বাংলাদেশ। ব্যাকফুটের অতল গহ্বরে তলিয়ে গেছে তাদের টপঅর্ডার। শুরুর সেশনে তাদের সংগ্রহ এখন ৫৪ রানে চার উইকেট।

তবে প্রথমদিন শেষে সংবাদ সম্মেলনে মিরপুর ও ঢাকা টেস্ট নিয়ে কথা বলেন সামারাবিরা। বলেছেন, ‘ঢাকা ও চট্টগ্রামের উইকেট বিস্তর ফাঁরাক। এক জায়গায় মরা উইকেট অন্য জায়গায় রানের ছড়াছড়ি।’

সর্বশেষ টাইগার স্পিনার আব্দুর রাজ্জাকের ভূয়সী প্রশাংসাও করেন তিনি। বলেছেন, ‘তিনি সম্ভবত চার বছর পর জাতীয় দলের ফিরেছেন। আর ফিরেই তো অসাধারণ বোলিং করেছে। আসলে এটি প্রশংসনীয়।’