শেষটা রাঙিয়ে দিলেন ধনঞ্জয়া। আর লঙ্কান এই দুই বোলারে দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১১০ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। ফলে লঙ্কানদের চেয়ে প্রথম ইনিংসে ১১২ রানে পিছিয়ে থাকল টাইগাররা। এই সেশনে বাংলাদেশের শেষ ৬ উইকেট তুলে নিয়েছে তারা। লাঞ্চের আগে দুই ওভার ব্যাটিং করে কোনো উইকেটও হারায়নি সফরকারীরা। লাঞ্চ বিরতিতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৯ রান। প্রথম ইনিংসের ১১২ রানের লিড বেড়ে হয়েছে ১২১।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০ (তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১, লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১; ধনঞ্জয়া ৩/২০, লাকমাল ৩/২৫, দিলরুয়ান ২/৩২)।
৩ রানে পড়ল শেষ ৫ উইকেট!
দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও খেলতে পারল না বাংলাদেশ। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করতে নেমে লাঞ্চের ১৫ মিনিট আগে ১১০ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা। ১০৭ থেকে ১১০, ৩ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ! আগের দিন ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ রানে। যেটি আবার ইনিংস সর্বোচ্চ রান। সুরঙ্গা লাকমাল ও অভিষিক্ত আকিলা ধনঞ্জয়া নিয়েছেন ৩টি করে উইকেট। দিলরুয়ান পেরেরা পেয়েছেন ২ উইকেট।
গুরুত্বপূর্ণ প্রথম সেশন
চট্টগ্রাম টেস্টে পাঁচ দিনে উইকেট পড়েছিল ২৪টি। সেখানে ঢাকা টেস্টে প্রথম দিনেই পড়েছে ১৪ উইকেট! স্পিনবান্ধব উইকেটে শুরু থেকেই টার্ন ও বাউন্স পাচ্ছেন স্পিনাররা। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ আছে বেশ চাপে। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা তাই বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ দুই উইকেট বেশি হারিয়েছে
১২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ৩৩ রানের জুটি গড়েন ইমরুল-লিটন। খুব স্বাভাবিক ব্যাটিং করছিলেন তারা। নিজেদের চিরচেনা উইকেটে সহজাত ব্যাটিংয়ে চাপও কমিয়ে ফেলেছিলেন। কিন্তু পড়ন্ত বিকেলে ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে আব্দুর রাজ্জাক জানান, প্রথম দিনে দুই উইকেট বেশি হারিয়েছে বাংলাদেশ।
১৬৬ রানে পিছিয়ে বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। এখনো ১৬৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। লিটন দাস ২৪ ও মেহেদী হাসান মিরাজ ৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে দ্বিতীয় দিনের খেলা।


























